রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে খুনসহ ৫টি মামলার আসামী ইউপিডিএফের সহকারী পরিচালক পুলক জ্যোতি চাকমাকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। সোমবার বেলা ১১টার দিকে রাঙামাটি শহরের প্রবেশমুখ ঘাগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে খাগড়াছড়ির মহাজন পাড়ার বাসিন্দা পূর্ণ লাল চাকমা ছেলে।পুলিশ সূত্র জানা গেছে, দীর্ঘ দিনে ওয়ারেন্ট ভুক্ত আসামী ইউপিডিএফে’র সশস্ত্র গ্রুপের সহকারী পরিচালক পুলক জ্যোতি চাকমা রাঙামাটি ঘাগড়া এলাকায় মানববন্ধন করতে এসে নিরাপত্তাবাহিনীর হাতে আটক হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় খুন, গুম, চাঁদাবাজীসহ ৫টা মামলা রয়েছে।এঘটনার সত্যতা স্বীকার করে রাঙামাটি কোতয়ালী থানার পুলিশ মো. রশিদ জানান, নিরাপত্তাবাহিনী আটকের পর পুলককে প্রথমে রাঙামাটি থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদের পর তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হবে।
