॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে আবদুল হাকিম এর ১২ তম বার্ষিক ওরশ শরীফ শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে আবদুল্লাহ ফকিরের মাজার প্রাজ্ঞনে অনুষ্ঠিত হয়েছে। ওরশ শরীফে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইজভান্ডার দরবার শরীফের সৈয়দ মফিজ উদ্দীন (মঃজিঃআঃ)। উক্ত ওরশ শরীফে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণফলী সৈন্যার বাড়ী কেন্দ্রীয় মসজিদের খতিব আঞ্জুমান রেজভীয়া আজিজিয়া সুন্মিয়া ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু ছাদেক রেজভী আলকাদেরী। ওরশ পরিচালনা কমিটির সভাপতি দৈনিক গিরিদর্পনের সম্পাদক আলহাজ্ব একে এম মকছুদ আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী, সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা নুরুল আলম হেজাজী, রিজার্ভ বাজার জামে মসজিদের ঈমাম আলহাজ্ব হাফেজ ক্বারী নঈম উদ্দীন আল কাদেরী, বনরূপা জামে মসজিদের ঈমাম হাফেজ সুলতান মাহমুদ আলকাদেরী, আবদুল্লাহ ফকির (রাঃ) মাজারের খতিব হাফেজ মোঃ আবুল কালাম, সিনিয়র মাদ্রাসার শিক্ষক ক্বারী মোহাম্মদ ওসমান গনীসহ মাজার এবং ওরশ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।ওরশে দেশ ও জাতির শান্তি কামনা করে মহামারী করোনা ভাইরাস থেকে সকলকে মুক্তি লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
