আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, রাঙ্গামাটি উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, রাঙ্গামাটি সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ, বাঞ্চিতা চাকমা, মহিলা নেত্রী টুকু তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ।
সভায় নারী নির্যাতন প্রতিরোধে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।এছাড়াও প্রত্যেকের স্ব-স্ব অবস্থান থেকে নারী নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে পাঁচজন জয়ীতা নারীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সংবর্ধিত করা হয়।
