রাঙ্গামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা সমাপ্ত

॥ নিজস্ব প্রতিবেদক ॥ Pic-08-08-16-2ব্যাপক বৃক্ষ রোপনের মাধ্যমে পাহাড়ে নতুন নতুন সবুজ বন সৃষ্টি করে সামাজিক বনায়নের কাজে সহযোগিতা প্রদানের আহবান জানিয়েছেন মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। তিনি বলেন, পাহাড়ে সামাজিক বনায়ন এর কাজ এগিয়ে নেয়া গেলে ন্যাড়া পাহাড় গুলো আবারো সবুজ বনে পরিণত হবে। পাশাপাশি তিনি প্রত্যেককে বাড়ীর আঙ্গিনায় একটি ফলজ ও বনজ গাছের চারা রোপনের আহবান জানান।
গতকাল রাঙ্গামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এ আহবান জানান।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সার্কেলর বণ সংরক্ষক মোহাম্মদ সামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের উপদেষ্ঠা মাওলানা মোঃ শাহজাহান সহ সরকারী পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মেলায় অংশগ্রহণকারী নার্সারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন বৃক্ষের রকমারি গাছের চারা বিক্রয় হচ্ছে।
উল্লেখ্য, গত ২ আগষ্ট রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বন বিভাগ, রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদযোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়। এবারের মেলায় রাঙ্গামাটি জেলা শহরের বিভিন্ন নার্সারী ষ্টল দিয়ে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী চারা প্রদর্শন ও বিক্রয় করে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31