॥ নিজস্ব প্রতিবেদক ॥ পাহাড়ের চারণ সাংবাদিক হিসেবে খ্যাত মরহুম আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ-এর রুহের মাগফেরাত কামনায় বুধবার (৭ মে) রাঙ্গামাটি সরকারি কর্মচারী কল্যাণ ক্লাবে ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও জিয়াফত অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক ভাবে এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন মরহুমের সহধর্মিণী মনজু রানী গুর্খা এবং ভ্রাতা মোহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জোন কমান্ডার লে: কর্নেল জুনাঈদ উদ্দিন শাহ চৌধুরী, সাবেক পার্বত্য উপ-মন্ত্রী মনিস্বপন দেওয়ান, সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের সদস্য সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, রাঙ্গামাটি পাবলিক প্রসিকিউটর এ্যাড. প্রতিম রায় পাম্পু, রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজম, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মু. শওকত আকবর, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, দৈনিক গিরিদর্পণ পরিচালনা সম্পাদক এম কে মোমিন, ৪০ মোমিন রোড, চট্টগ্রাম, রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, শহীদ হালিম, লিয়াকত স্মৃতি সংসদের উপ-পরিচালক মোঃ আলমগীর, ডা. বেবী ত্রিপুরা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, এ্যাডভোকেট জুয়েল দেওয়ান, জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার আমির আব্দুল আলিম, রিজার্ভ বাজার তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী, রিজার্ভ বাজার জামে মসজিদ কমিটির সাবেক সম্পাদক ও জেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ নিজাম উদ্দিন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রকল্প পরিচালক আবদুল গফুর, দৈনিক রাঙামাটি প্রকাশক মোঃ জাহাঙ্গীর কামাল, দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা পরিচালক সুফিয়া কামাল জিমি, রাঙ্গামাটি রোভার স্কাউট কমিশনার নুরুল আবছার, রাঙ্গামাটি রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, রাঙ্গামাটি গাউছিয়া কমিটির সদস্য (আহবায়ক কমিটি) মোঃ নাছির উদ্দিন, এফপিএবি’র সভাপতি সাহিদা আকতার, দৈনিক গিরিদর্পণ কাউখালী প্রতিনিধি জসিম উদ্দিন, লংগদু প্রতিনিধি এখলাস মিঞা খান, বাঘাইছড়ি প্রতিনিধি দিলীপ কুমার দাশ, দৈনিক গিরিদর্পণ লামার প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, খাগড়াছড়ির দীঘিনালা প্রতিনিধি সোহেল রানাসহ চট্টগ্রাম, তিন পার্বত্য জেলার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার রাতে নিজ বাস ভবনে স্ট্রোক করেন এ কে এম মকছুদ আহমেদ। রাত ৯টা ৩০ মিনিটে স্ট্রোক করার পর তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাঙ্গামাটি প্রেস ক্লাবের সামনে রাখা হয়। এরপর সকাল ১০টায় শহীদ শুক্কুর স্টেডিয়ামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের নিজ গ্রাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর মঘাদিয়ায় পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজার পর দাফন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, মরহুম একেএম মকছুদ আহমেদ সাংবাদিকতা পেশায় ৫৬ বছর ধরে যুক্ত ছিলেন। পাহাড়ি জনপদের গণমাধ্যম বিকাশে অগ্রণী ভূমিকা পালনকারী একেএম মকছুদ আহমেদ ৫৬ বছরের সাংবাদিকতা জীবনে পার্বত্য চট্টগ্রামের মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৭৯ সালে সাপ্তাহিক বনভূমি এবং ১৯৮৩ সালের ২৬ মার্চ দৈনিক গিরিদর্পণ পত্রিকা প্রতিষ্ঠা করেন। যার সম্পাদক হিসেবে তিনি আজীবন দায়িত্ব পালন করেন। পাশাপাশি দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধি ছাড়াও তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, বিবিসি বাংলা এবং ভয়েস অব আমেরিকার হয়ে কাজ করেছেন। রাঙ্গামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেন। পার্বত্য সাংবাদিকতার ইতিহাসে তাঁর অবদান অনন্য ও স্মরণীয় হয়ে থাকবে।
