রাঙ্গামাটি নিষিদ্ধ ফেনসিডিলের চালান
আটক,নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙ্গামাটি শহরে রিজার্ভ বাজার এলাকার গীতাশ্রম কলোনীর একটি বাসা থেকে নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলের একটি বড় চালান আটক করেছে কতোয়ালী পুলিশ। আটককৃত চালানে ১১০টি ফেনসিডিল সিরাপের বোতল রয়েছে। ঐ ঘর থেকে ফেনসিডিল ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে হাসিনা আক্তার নামে এক নারীকে আটক করা হয়।
রাঙ্গামাটি কতোয়ালী থানার ওসি আব্দুল রশিদ এর নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে গীতাশ্রম একটি বাসায় অভিযান চালিয়ে ফেনসিডিলের বড় চালানটি আটক করে। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী হাসিনা আক্তার চট্টগ্রাম থেকে ফেনসিডিলের চালানটি রাঙ্গামাটি নিয়ে আসার তথ্য গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
