রাঙ্গুনিয়া উপজেলাস্থ পোমরা ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের উদ্যোগে গত ২১ জানুয়ারী শনিবার বেলা ২ টায় ৬নং পোমরা ইউনিয়ন পরিষদের তিন তিন বারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরীকে ক্রেস্ট প্রদান ও বিশাল সংবর্ধনা সভা শান্তির হাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন হল রুমে বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র লাল বড়–য়ার সভাপতিত্বে এক বিশাল সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৬নং পোমরা ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনীয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী মো: মুছা। স্বাধীনতা যুদ্ধের স্মৃতিটুকু তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তি রঞ্জন চক্রবর্তী, সুব্রত বড়–য়া, অরবিন্দ বড়–য়া, বিকাশ কুমার দাশ, শম্ভুনাথ দে, ইদ্রিস আহমদ মেম্বার, মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে মুন্সী জসিম উদ্দিন প্রমুখ। পরে অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরীকে পোমরা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী মো: মুছা।