রামগড়ে বজ্রপাতে নিহত পুলিশ কনস্টেবল শহীদ শরীফ ব্যারাকের নব নির্মিত ভবন উদ্বোধনী
॥ রামগড় প্রতিনিধি ॥ চট্টগ্রাম রেঞ্জের ডি.আই.জি মোঃ শফিকুল ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙ্গালী সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের লক্ষ্যে এক যোগে কাজ করতে হবে। এখানে শিল্প কারখানা গড়ে উঠলে মানুষের কর্মসংস্থান হবে। কাজ-কর্মে নিয়োজিত থাকলে এমনিতেই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হয়ে যাবে।
রবিবার খাগড়াছড়ি রামগড় থানাধীন নাকাপা ক্যাম্পে বজ্রপাতে নিহত পুলিশ কনস্টেবল শহীদ শরীফ ব্যারাকের নব নির্মিত ভবন উদ্বোধনী ও মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন পুলিশের দায়িত্ব পালনে কোন অসংগতি বা অনিয়ম, দুর্নীতি নজরে আসলে তা খাগড়াছড়ি পুলিশ সুপারেক জানাবেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলীর সভাপতিত্বে মত-বিনিময় সভায় অন্যান্যের মধ্যে রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ন রশীদ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন খান, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম, রামগড় থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা শের আলী ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
