লাখো সুন্নিজনতাকে কাঁদিয়ে চির নিদ্রায়
শায়িত আল্লামা জালালুদ্দীন আলকাদেরী
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য, উপমহাদেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রাক্তন অধ্যক্ষ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব আল্লামা জালালুদ্দীন আলকাদেরীর আজ ২৮ নভেম্বর সোমবার বাদে জোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ ময়দানে এবং বাদে আসর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে তৃতীয় ও চতুর্থ নামাযে জানাযা শেষে সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। প্রথম নামাযে জানাযায় ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, দ্বিতীয় নামাযে জানাযায় ইমামতি করেন হুজুরের ভাগিনা মাওলানা মুহাম্মদ এসকান্দর। নামাযে জানাযার পূর্বে আল্লামা জালালুদ্দিন আলকাদেরীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন চবি ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক সামশুল আরেফিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব আল্লামা এম এ মতিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, আলহাজ্ব এ.বিএম. মহিউদ্দিন চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মহাসচিব আল্লামা ছৈয়দ মুহাম্মদ মছিহুদ্দোলা, আহলে সুন্নাত ওয়াল জামআত সমন্বয় কমিটির সদস্য সচিব এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম, জেলা পরিষদ প্রশাসক এম এ ছালাম, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, আবু মুহাম্মদ তবিবুল আলম, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দীন, পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী সামশুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মনোয়ার, পীরে তরিকত আল্লামা কাজী আব্দুশ শকুর নক্শবন্দি, পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আব্দুচ সামাদ, আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, আনজুমানে খোদ্দামুল মোসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরী, পীরে তরিকত সৈয়দ মাওলানা সাইফুদ্দীন আহমদ আলহাসানী, পীরে তরিকত সৈয়দ বদরুদ্দোজা বারী, অধ্যক্ষ সাখাওয়াত হোসাইন, মাওলানা ইলিয়াছ রেজভী, সুন্নী নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ হারুন উর রশিদ, সচিব অধ্যাপক মুহাম্মদ কাওসার হামিদ, আল্লামা সৈয়দ অছিউর রহমান কাদেরী, অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, আল্লামা কাজী মুহাম্মদ ছালেকুর রহমান, মুফতি আব্দুল ওয়াজেদ, আশরাফুজ্জামান আলকাদেরী, আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, আল্লামা বখতিয়ার উদ্দিন, মুহাদ্দিস মুহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, সম্পাদক মাস্টার আবুল হোসাইন, উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তৈয়্যব আলী, সম্পাদক পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এম এন ইসলাম জিহাদী, সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন আলকাদেরী, মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল, সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, হালিম-লিয়াকত স্মৃতি সংসদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী, বাংলাদেশ ইসলামী যুবসেনার চট্টগ্রাম মহানগর সভাপতি কাজী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, দক্ষিণ জেলা সভাপতি মোক্তার হোসেন শিবলী, সম্পাদক মাস্টার মুহাম্মদ কমরুদ্দীন, উত্তর জেলার সভাপতি মুহাম্মদ আবুল মনসুর, সম্পাদক মীর মুহাম্মদ হাবিব উল্লাহ, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ ফরিদুল ইসলাম, সম্পাদক আব্দুল কাদের রুবেল, মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ মুহাম্মদ খোবাইব, সম্পাদক মুহাম্মদ রিয়াজ হোসাইন, দক্ষিণ জেলা সভাপতি শাহাজাদা মুহাম্মদ নিজামুল করিম সুজন, সম্পাদক মুহাম্মদ সাহাবুদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ আবু মুসা, সম্পাদক মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, চবি সভাপতি মুহাম্মদ আলী আকবর, সম্পাদক মুহাম্মদ দিদারুল ইসলাম কাদেরী, আহলে সুন্নাত সম্মেলন সংস্থার সেক্রেটারী শায়খুল হাদিস কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ পেয়ার মোহাম্মদ (কমিশনার), মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, আঞ্জুমানে রজভীয়া নুরীয়া চট্টগ্রাম মহানগর সেক্রেটারী জাহেদ হাসান রুবায়েত, অর্থ সম্পাদক ওমর ফারুক, আমান উল্লাহ আমান সমরকন্দি, হিজরী নববর্ষ উদ্যাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, ছাত্রসেনা কেন্দ্রীয় নেতা জিএম শাহাদাত হোসাইন মানিক, এইচ এম শহীদুল্লাহ, নুরুল্লাহ রায়হান খান, ইমরান হোসেন তুষার, ইসতিয়াক রেজা, কামাল হোসাইন সিদ্দিকী, আমান উল্লাহ আমান, ওলামায়ে আহলে সুন্নাতের আহ্বায়ক আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, সচিব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী, রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, সাংগঠনিক সম্পাদক শায়ের সালামত রেজা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র সংগঠন যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আ.ব.ম শরীফ উল্লাহ, সম্পাদক শাহ জালাল প্রমুখ। বক্তারা বলেন, আল্লামা জালালুদ্দীন আলকাদেরী বিশ্বব্যাপী ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। সুন্নি জনতা একজন যোগ্য অভিভাবককে হারিয়েছেন। তাঁর ইন্তেকালে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সুন্নি জনতা তাঁর অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।