শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারী) জাতীয় সংসদের শপথ কক্ষে চারটি ভাগে এ শপথ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় প্রথমে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সাংসদ হিসেবে শপথ নেন দশম জাতীয় সংসদের বিদায়ী স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। পরে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন।
দ্বিতীয় ধাপে তিনি জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের (২৫৫ জন) শপথ বাক্য পাঠ করান।
তৃতীয় ধাপে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (৩ জন), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) (২জন), বিকল্পধারা বাংলাদেশ (২জন), তরিকত ফেডারেশন (১জন), জাতীয় পার্টি (মঞ্জু) (১জন) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেন।
চতুর্থ ধাপে জাতীয় পার্টির ২১ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সকলে শপথ বইয়ে স্বাক্ষর করেন। তবে বিএনপির পাঁচজন এবং গণফোরামের দু’জন নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নেননি।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অসুস্থতার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম শপথ নিতে পারেননি। চারটি ধাপে মোট ২৮৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।
নির্বাচনের দিন ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ওই আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।
বিকাল ৩টায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন।
এর আগে মঙ্গলবার (১ জানুয়ারী) নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদের ২৯৮টি আসনের নির্বাচিত সংসদ সদস্যদের নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা সম্বলিত গেজেট নোটিফিকেশন প্রকাশ করে।
সংবিধানের ১৪৮ (২ক) অনুসারে, গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে তিনদিনের মধ্যে শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031