শ্রমিক দল নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত

শ্রমিক দল নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত

বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারছে না। প্রশাসনের সহযোগিতায় আওয়ামীলীগের সন্ত্রাসীদের দাপটে অনেক জায়গায় বিএনপি প্রার্থীরা ঘর ছাড়া। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ও জোয়ারা ইউনিয়নের আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় বিএনপি সমর্থিত ইউপি প্রার্থীকে মনোনয়ন পত্র জমা দিতে দেয় নাই। ডা. শাহাদাত বলেন, আওয়ামী লীগ নিজের স্বার্থ সিদ্ধির জন্য নির্বাচন কমিশনের মত সাংবিধানিক প্রতিষ্ঠানকে কলঙ্কিত করছে। বর্তমানে জনগণ নির্বাচন নিয়ে আস্থাহীনতায় ভুগছে। ঢাক-ঢোল পিঠিয়ে নির্বাচন করা হচ্ছে অথচ নির্বাচনী জনগণের সঠিক রায় প্রতিফলিত হচ্ছে না। সরকারের গাইড লাইন অনুযায়ী কমিশন কাজকরছে। সহিংসতাপূর্ণ নির্বাচনের পরও কমিশনকে ‘শান্তিপূর্ণ’পূর্ণ নির্বাচন হয়েছে বলতে শুনা যায়। ডা. শাহাদাত আরও বলেন, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ট হবে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নতুন কমিশনের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন অদ্য ৫ মে, দুপুর ১ টায় বক্সিরহাট সাধারণ শ্রমিক ইউনিয়ন (রেজি:নং-১৮১৮) নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দানকালে উপরোক্ত মন্তব্য করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী, নগর যুবদল নেতা নুর হোসেন নুরু, শ্রমিকদল নেতা নুরুল ইসলাম, মহিউদ্দিন রনি, নুর আলম মাঝি, আব্দুচ সাত্তার, নুর মোহাম্মদ, রূপ মিয়া মাঝি, মোঃ রাজু, মোঃ কামাল, মোঃ লিটন, মোঃ আজাদ, মোঃ রুবেল প্রমুখ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031