আলহাজ্ব এয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৬ জানুয়ারী ২০১৭ইং অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের মাননীয় কলেজ পরিদর্শক জনাব সুমন বড়–য়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গভর্ণিং বডির সভাপতি জনাব আলহাজ্ব আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সম্মানিত সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রশংসা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মা-বাবা শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মান জানানোর পাশাপাশি সমাজ-জাতি ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ধারণ করে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন। শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানেরা যেন বিপথগামী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে । এরপর বক্তব্যদেন গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব আবু সাঈদ। পরে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
