সিইউজের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। সাধারণ সম্পাদক সবুর শুভ’র সঞ্চালনায় সভার শুরুতে গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে অকাতরে জীবন বিসর্জন দেয়া ছাত্র-জনতা সাংবাদিক পুলিশসহ সকল শ্রেণী পেশার মানুষকে স্মরণ করা হয়। ৫ আগস্ট পটপরিবর্তনের পর চট্টগ্রামসহ সারাদেশে ঢালাওভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের, চাকুরি চ্যুতি ও বিভিন্নভাবে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতির বক্তব্যে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার উপর গুরুত্বারোপ করে বলেন, ‘গণমাধ্যম সংস্কারের গ্রহণযোগ্য কার্যকর রূপরেখার আগে রাজনৈতিক কিংবা ব্যক্তি বিদ্বেষ বিবেচনায় চাকরিচ্যুতি ও ঢালাও মামলা দায়ের জনবান্ধব কল্যাণ রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এতে অগণিত মানুষের আত্মত্যাগের লক্ষ্যমাত্রা পথভ্রষ্ট হবার আশঙ্কা দেখা দেবে।’
সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক নেতা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সাংবাদিকতায় তাঁদের বিশেষ অবদানের কথা স্মরণ করেন। সভায় আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা ও বিস্তৃতির সুবিধার্থে সিইউজের কয়েকটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় বিএফইউজে এর নির্বাচিত প্রতিনিধি হিসেবে পর্যবেক্ষক ছিলেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ ও প্রণব বড়ুয়া অর্ণব। সভায় সিইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম, সিইউজে’র সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. সরওয়ার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম। সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সিইউজে’র মুখপাত্র ‘বার্তাজীবী’ বিশেষ সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। বার্তাজীবী এই সংখ্যাটিতে লেখা প্রদানের জন্য সিইউজে’র সদস্যদের বিনীত অনুরোধ জানানো হয়েছে। (খবর বিজ্ঞপ্তি)

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031