তিন ম্যাচের টেস্ট সিরিজের দুটিতে অস্ট্রেলিয়া জিতে গেছে। আজ শেষ টেস্টের পঞ্চম দিন। জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া।
পাকিস্তান এখনও ২৫৫ রান পিছিয়ে আছে। হাতে উইকেট আছে মাত্র দুটি।
ক্রিজে লড়াই করছেন সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমির।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস – ৫৩৮/৮
পাকিস্তানের প্রথম ইনিংস – ৩২৫
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস – ২৪১/২