৩ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর শপথ

শপথ নিলেন ৩ জন মন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রী। মন্ত্রী হিসেবে শপথ নিলেন, নারায়ন চন্দ্র চন্দ, মোস্তফা জব্বার, এ কে এম শাহজাহান কামাল এবং প্রতিমন্ত্রী হলেন কাজী কেরামত আলী। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে শপথ নিতে আজ মঙ্গলবার বিকেলেই রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে পৌঁছান প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য শাজাহান কামাল, কাজী কেরামত আলী ও প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার।জানা যায়, ৬৮ বছর বয়সী বিজয় বাংলা কিবোর্ডের উদ্ভাবক প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার যেহেতু সংসদ সদস্য নন, তাকে মন্ত্রিসভায় নেয়া হয়েছে টেকনোক্র্যাট কোঠায় এবং বাকিরা সংসদ সদস্য।আর এই হবু মন্ত্রীদের বাড়িতে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুপুর আড়াইটার দিকে গাড়ি পাঠানো হয়।
তারও আগে আজ বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ৩ জন নতুন এবং ১ জন পুরনো। পুরনো থেকে একজন পূর্ণমন্ত্রী হবেন। আর দুজন নতুন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, ৪ জন। (গণমাধ্যমে) নাম যেভাবে আসছে, ঠিক আছে। মন্ত্রিসভায় আরও রদবদলের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, না না না, এই ৪ জনই শপথ নেবেন।
গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ওই ৪ জনের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার সন্ধ্যায় শপথ গ্রহনের জন্য বঙ্গভবনে থাকতে বলা হয়। বঙ্গভবনের একজন কর্মকর্তা সকালেই বলেছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৪ জনের শপথ আয়োজনের জন্য রাষ্ট্রপতির কার্যালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। আর মন্ত্রিসভার নতুন সদস্যদের বঙ্গভবনে নিয়ে যেতে বিকালে সচিবালয় থেকে রওনা হয় ৪টি গাড়ি।
তাদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ন চন্দ্র চন্দ পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। বঙ্গভবনের ডাক পাওয়া রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী এবং লক্ষ্মীপুরের সাংসদ এ কে এম শাহজাহান কামালের মধ্যে একজন প্রতিমন্ত্রী এবং অন্যজন হিসেবে শপথ নিতে পারেন বলে শোনা যাচ্ছে। আর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার পূর্ণ মন্ত্রিত্ব পেতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
জানা যায়, বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে আদেশ জারি করা হবে বলেও জানা গেছে। প্রসঙ্গত বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ৩০ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী আছেন। এছাড়া মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন ৫ জন এবং একজন রয়েছেন মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31