কলম্বিয়ার উত্তর–পশ্চিম উপকূলীয় শহর টার্বোতে অবস্থিত একটি কলার বাগান থেকে প্রায় আট টন কোকেন উদ্ধার করেছে দেশটির পুলিশ।
উদ্ধারকৃত কোকেন দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সানতোস।
সোমবার (১৬ মে) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লুইস কার্লোস ভিলেগাস জানান, উদ্ধারকৃত কোকেনগুলোর মধ্যে প্রায় দেড় টন বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিলো। আর এসব মাদক টার্বোর একটি কলার বাগানের নিচে লুকিয়ে রাখা হয়েছিলো।
অভিযানে একটি মাদকচক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।