রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
হাজী আনোয়ার মিয়া(বানু) সভাপতি ও মোঃ
হেলাল উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
দীর্ঘ এক যুগের ও বেশী সময় পর বৃহত্তর নিউ রাঙ্গামাটি(রিজার্ভ বাজার) ব্যবসায়ী কল্যাণ সমিতির পট পরিবর্তন হয়েছে। গত ১৩ নভেম্বর গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৩৩৯ ভোট পেয়ে হাজী আনোয়ার মিয়া(বানু) এবং সাধারণ সম্পাদক পদে ৪০১ ভোটে মো. হেলাল উদ্দীন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে ৫৫৩ ভোট পেয়ে মোঃ হারুন ও ৩১১ ভোট পেয়ে বিমল বড়–য়া নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে ২৮৪ ভোট পেয়ে মো. সালাউদ্দীন ও ২০৩ ভোট পেয়ে আব্দুর শুক্কুর নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে ৩২২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন মো. আকতার কামাল। সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে ৩২৩ ভোট পেয়ে মোঃ মিজানুর রহমান চৌধুরী নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক ৩৫৮ ভোট পেয়ে সাব্বির আহমদ নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন মো. সোনা মিয়া পেয়েছেন ৪২৪ ভোট, আব্দুল আজিজ পেয়েছেন ৩৫৭ ভোট, মো. ইব্রাহীম ৩৫২ ভোট, মো. আব্দুর রশীদ ৩২৯ ভোট, মো. দিদার আলম ৩০১ ভোট, মো. আবুল হোসেন ভাসানী ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার তৈয়বিয়া আইডিয়াল স্কুলে সকাল ৮.৩০টা থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জুমার নামাযের জন্য মধ্যখানে দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ ছিলো। এসময় ভোট গ্রহণকে কেন্দ্র করে ভোট কেন্দ্রসহ রিজার্ভ বাজার ও আশে পাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ ছিলো। ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।