সিনাইয়ে বোমা বিস্ফোরণের কারণে বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়ার পর মিশরগামী সব ফ্লাইট বন্ধের নির্দেশ দিয়েছে রাশিয়া।
শনিবার মিশরের সিনাই উপদ্বীপে ২২৪জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় রাশিয়ার এ-৩২১ বিমান।
বিমানটিতে বোমা পাতা ছিল এবং বিমানটি ওড়ার আগেই আইএস এর কোনো চর গোপনে সেটিতে বোমা পাতে বলে ব্রিটিশ তদন্তকারীরা জানানোর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিশরের সব ফ্লাইট বন্ধের ঘোষণা দেন।
এর আগে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি ব্যুরো (এফএসবি) প্রধান অ্যালেক্সান্দার বোর্তনিকভ শুক্রবার মস্কোয় সন্ত্রাস বিরোধী একটি কমিটির সঙ্গে বৈঠককালে ফ্লাইট বন্ধের পরামর্শ দিয়ে বলেছিলেন, “শার্ম আল শেইখ এ বিমান বিধ্বস্তের কারণ জানা না যাওয়া পর্যন্ত রাশিয়ার উচিত মিশরের সব ফ্লাইট বন্ধ রাখা।”
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য এরই মধ্যে মিশরের শার্ম এল শেইখগামী সব ফ্লাইট বাতিল করেছে এবং ব্রিটিশদেরকে দেশে ফিরিয়ে আনছে।
রাশিয়ার মেট্রোজেট এ-৩২১ বিমানটি শারম আল শেইখ থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল। যাত্রপাপথে থাকাকালেই এটি বিধ্বস্ত হয়। নিহতদের বেশিরভাগই রাশিয়ান।
সিনাইয়ের আইএস সংশ্লিষ্ট জঙ্গিরা বিানটি ভূপাতিত করার দাবি করেছে। কিন্তু কিভাবে তা বলেনি। সিরিয়ায় বিমান হামলার জবাবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আইএস।