দেশটির ক্ষমতাসীর পার্টির বরাতে বিবিসি জানিয়েছে, প্রায় দুইলাখ কর্মকর্তাকে ‘হালকা শাস্তি’ দেওয়া হয়েছে। আর বাকি ৮০ হাজারের মতো কর্মকর্তাকে তুলনামূলক বেশি শাস্তি দেওয়া হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন।
অনেক উচ্চ পদস্থ রাজনৈতিক ব্যক্তিত্বকেও দুর্নীতির কারণে কারাগারে যেতে হয়েছে।
প্রায় প্রতিদিনই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য দুর্নীতিতে অংশ নেওয়ার দায়ে তদন্ত কিংবা শাস্তির খবর আসে।
অভিযুক্তদের ধরার প্রক্রিয়া কিংবা কোন ধরনের তথ্য-প্রমাণের ভিত্তিতে শাস্তি দেওয়া হচ্ছে এসব সম্পর্কে ক্ষুদ্র বিবৃতিতে কোনোকিছুর উল্লেখ করে না দেশটির কেন্দ্রীয় শৃঙ্খলা পর্যবেক্ষণ কমিটি।
চীনের বার্ষিক পার্লামেন্টারি সেশনে ২০১৫ সালে দুর্নীতির দায়ে কতজনকে শাস্তি দেওয়া হয়েছে তা প্রকাশ করা হয়।
অবশ্য সরকারের এই অভিযানের বিরুদ্ধে সমালোচনাও রয়েছে।