বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আনন্দ শোভাযাত্রা,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত
করতে জাতির জনক বঙ্গবন্ধু পার্বত্য কোটা চালু করেছে—-দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে জাতির জনক বঙ্গবন্ধু পার্বত্য কোটা চালু করেছে। জাতির জনক বঙ্গবন্ধু পার্বত্য মানুষের কথা চিন্তা করেছে বিধায় পার্বত্য অঞ্চল থেকে অনেক শিক্ষিত যুবক ও যুব মহিলা আজ দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে লেখাপড়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন সেই বঙ্গবন্ধুকে তারা স্বীকার করতে কুন্ঠা বোধ করে কিন্তু বর্তমান রাঙ্গামাটির সংসদ সদস্য জাতীয় সংসদের প্রশ্নউত্তর পর্বে বক্তব্যে শুরুতে জাতির জনকের নামে শুরু করেছে বলে বক্তব্য শুরু করে প্রথম বারের মতো তারা জাতির জনককে স্বীকার করেছে। এই জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান।
গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা উত্তোর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙ্গামাটি পৌরসভার নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, রাঙ্গামাটি সরকারী কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গতকাল বহস্পতিবার সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
আনন্দ শোভাযাত্রাটি রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভা শেষে রক্তদান কর্মসুচী ও মনোজ্ঞ শিশু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
