আইসবারকে ৪০ হাজার টাকা জরিমানা
হালিশহরের বুলেট মিল্ক আইসবারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আইসক্রিমে অননুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ও রং ব্যবহার এবং মোড়কে মেয়াদ ও মূল্য না থাকায় এ জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে বাজার তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ ও নগর পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী বুলেট মিল্ক আইসবারকে জরিমানা করা হয়েছে।
তিনি জানান, একই আইনে পাহাড়তলীর ফইল্যাতলী বাজারের মুক্তা আইসবারকে ৫ হাজার টাকা, নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে আল আরাফাত ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় ফারুক সওদাগরের মুরগির দোকানকে ৫ হাজার টাকা, নোংরা পরিবেশের কারণে অলংকার মোড়ের সাইমুন হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।