আইসবারকে ৪০ হাজার টাকা জরিমানা

আইসবারকে ৪০ হাজার টাকা জরিমানা

হালিশহরের বুলেট মিল্ক আইসবারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আইসক্রিমে অননুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ও রং ব্যবহার এবং মোড়কে মেয়াদ ও মূল্য না থাকায় এ জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে বাজার তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ ও নগর পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী বুলেট মিল্ক আইসবারকে জরিমানা করা হয়েছে।

তিনি ‍জানান, একই আইনে পাহাড়তলীর ফইল্যাতলী বাজারের মুক্তা আইসবারকে ৫ ‍হাজার টাকা, নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে আল আরাফাত ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় ফারুক সওদাগরের মুরগির দোকানকে ৫ হাজার টাকা, নোংরা পরিবেশের কারণে অলংকার মোড়ের সাইমুন হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাঙ্গামাটিতে আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান : একজন গুণি ব্যক্তিকে যথাযথ সম্মাননা জানানো সবার দায়িত্ব ও কর্তব্য —মোহাম্মদ মোশারফ হোসেন খান সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমত না হলে ৫৫ বছর পুরণ করতে পারতাম না—এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30