খাগড়াছড়িতে ৩২টি ইউনিয়ন পরিষদ ১৭টিতে নৌকা,
স্বতন্ত্র ১৪ ১টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী
॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥
সারা দেশের ন্যায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচন খাগড়াছড়ির ৮ উপজেলার ৩২ টি ইউনিয়নে কিছু বিছিন্ন ঘটনা ছাড়া শান্তি পূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা চলে ৪ টা পর্যন্ত। খাগড়াছড়ির বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গ্রহন শুরুর পর থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদেও স্বতঃস্ফুর্ত উপস্থিতির খবর পাওয়া গেছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির মহালছড়ি, মাইচছড়ি,তবলছড়ি, তাইন্দং,রামগড়, ১নং ছোট্ট মেরুং সহ কেন্দ্র দখল, এজেন্টদের মারধর, ব্যালট পেপারে জোর পূর্বক সীলমারা সহ সরকার দলীয় সন্ত্রাসীদের ভোট চুরির মহোৎসব চলছে। খাগড়াছড়ি জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ আবু তালেব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
তৃতীয় ধাপে অনুষ্টিত খাগড়াছড়ি ৩২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭টিতে আৗয়ামীলীগ জয় লাভ করেন। বাকী ১৪টিতে স্বতন্ত্র এবং একটিতে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে। খাগড়াছড়ি সদও উপজেলার ৫টি মধ্যে নৌকা জয় পেয়েছে ২টিতে বাকী ৩টিতে স্বতন্ত্র। পানছড়িতে ৫টির মধ্যে ২টি আওয়ামীলীগ ৩টি স্বতন্ত্র। রামগড় ২টি মধ্যে ২টিতে আওয়ামীলীগ জয়ী। মাটিরাঙ্গা ৭টির মধ্যে ৫ আওয়ামীলীগ, ১টি স্বতন্ত্র ১টি আওয়ামীলীগ বিদ্রোহী। মাকিছড়িতে ৩টিতে আওয়ামীলীগ জয়ী, লক্ষিছড়িতে ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী, মহালছড়িতে ৪টির মধ্যে ১টিতে আওয়াগীলীগ ৩টি স্বতন্ত্র, দীঘিনালা ৩টির মধ্যে ২টি আওয়ামীলীগ ১টি স্বতন্ত্র। ফলাফল ঘোষনা করে ফেরার পথে খাগড়াছড়ি দুই সহকারি প্রিজাইডিং অফিসারসহ আহত হয়েছে তিন জন। খাগড়াছড়ি জেলা সদরে পেরাছড়া ইউনিয়ন দেবেন্দ্র কার্বালী পাড়া এলাকায় ফলাফল ঘোষনা করে ফেরার পথে সন্ধ্যা ৪ মাইল এলাকায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটে।
এতে দুই সহকারী প্রিজাইডিং অফিসার সহ মোট তিন জন আহত হয়েছে। কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার কৃত্তিকা ত্রিপুরা জানান ফলাফল ঘোষণা পরে ফেরার পথে এক দল অজ্ঞাত দৃর্বৃত্ত আমাদেও ধাওয়া করে। এ সময় মোটসাইকেলে থাকা দুজন সহকারি প্রিজাইডিং অফিসার এক জন পোলিং এজেন্ট সহ তিন জন আহত হন।
আহতরা হলেন, সহকারি প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম ও মোঃ আবদুস সাত্তার এবং পোলিং এজেন্ট মোঃ নাছির উদ্দিন আহতদের খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসে।
খাগড়াছড়ি সদরের ৫ টি ইউনিয়নের ফলাফলঃ
খাগড়াছড়ি সদর ইউনিয়নে আম্যে মারমা (নৌকা) বেরকারিভাবে নির্বাচিত হয়েছে। পেরাছড়া ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী তপন বিকাশ ত্রিপুরা (মোটর সাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। ভাইবোন ছড়া ইউনিয়নে জেএসএস (এমএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পরিমল ত্রিপুরা (চশমা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি ইউনিয়নে জ্ঞান রঞ্জন ত্রিপুরা (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। কমলছড়ি ইউনিয়নে জেএসএস সমর্থিত স্বতন্ত্র সাউপ্রু মারমা বেসরকারিভাবে নির্বাচিত।
মহালছড়ির মোট চারটি ইউনিয়নের ফলাফলঃ
মহালছড়ি সদর ইউনিয়নে রতন কুমার শীল (নৌকা) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। মুবাছড়ি ইউনিয়নে জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বাপ্পী খীসা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। মাইসছড়ি ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। কেয়াংঘাট ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
মানিকছড়ির মোট তিনটি ইউনিয়নের ফলাফলঃ
মানিকছড়ির তিনটহরী ইউনিয়নের (নৌকা) প্রতীকের মো.রফিকুল ইসলাম বাবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। মানিকছড়ি সদর ইউনিয়নে শফিকুর রহমান ফারুক (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। মানিকছড়ি বাটনাতলী ইউনিয়নে শহিদুল ইসলাম (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
দীঘিনালা উপজেলার মোট তিনটি ইউনিয়নের সবকটির ফলাফলঃ
কবাখালি ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত। মেরুং ইউনিয়নে মো.রহমান কবির রতন (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত। বোয়ালখালি ইউনিয়নে জেএসএস (এমএনএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চয়ন বিকাশ চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
পানছড়ির ৫ টি ইউনিয়নের ফলাফলঃ
পানছড়ি সদর নাজির হোসেন (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। (৫১২০) উল্টাছড়ি ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয় চাকমা (স্বতন্ত্র) বেসরকারি ভাবে নির্বাচিত (৩০৪৭) লোগাং ইউনিয়নের ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রত্তোর চাকমা বেসরকারিভাবে নির্বাচিত। (২২৮৭) চেঙ্গী ইউনিয়নের ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র কালাচাঁদ চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।(১৬৮৩) লতিবান ইউনিয়নে কিরণ ত্রিপুরা (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। (১৯৫২)
মাটিরাঙ্গার ৭ টি ইউনিয়নের ফলাফলঃ
মাটিরাঙ্গা সদর ইউনিয়নে হিরণজয় ত্রিপুরা (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাইন্দং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তবলছড়ি ইউনিয়নে মো. আবদুল কাদের (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত। বর্ণাল ইউনিয়নে মো.আলী আকবর (নৌকা) নির্বাচিত। আমতলী ইউনিয়নে আব্দুল গণি (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত। গুমতি ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী ফারুক হোসেন নিটন নির্বাচিত। বেলছড়ি ইউনিয়নে নজরুল ইসলাম (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত।
রামগড় ইউনিয়নের মোট ২ টি ইউনিয়নের ফলাফলঃ
রামগড় সদর ইউনিয়নে শাহ আলম (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। পাতাছড়া ইউনিয়নে মনিন্দ্র লাল ত্রিপুরা (নৌকা)
লক্ষ্মীছড়ি উপজেলার ৩ টি ইউনিয়নেঃ
লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রবীল কুমার চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। দুল্যাতলী ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ত্রিলন চাকমা বেসরকারিভাবে নির্বাচিত। বর্মাছড়ি ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হরি মোহন চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।