চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক ৭৮টি অবৈধ পাসপোর্ট’সহ ০৬ আসামী গ্রেফতার
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোকতার হোসেন মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক/মোঃ মামুন ইমরান খাঁন, এসআই/ফরহাদ হোসেন এসআই/ কামাল আহম্মেদ, এএসআই/মোঃ নুরুল আবছার ও সঙ্গীয় ফোর্স’সহ গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১) মিলন মেহেদী(৩৩), পিতা-আলহাজ্ব নুরুল ইসলাম, সাং-৫৫৭ শেরশাহ কলোনী, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২) আব্দুল মান্নান(৩২), পিতা-মোঃ আব্দুল বাকী, সাং-পশ্চিম বাকলিয়া,ডিসি রোড অলির বাপের বাড়ী থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম, ৩) বাবলা সরদার(৪৫), পিতা-মৃত গোপাল সরদার, সাং-রোমাংগিরি, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, ৪) রাশেদ উদ্দিন(২৫), পিতা-সিরাজ উদ্দিন, সাং-চর ইশ্বররায়, মিয়ারহাট, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, ৫) চন্দন কুমার ধর (৪২), পিতা-মৃত মনরঞ্জন ধর, সাং-পটিয়া ধরপাড়া, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ৬) উজ্জল দত্ত(৩৫), পিতা-ভবানী দত্ত, সাং-পূর্বগোমদন্ডী, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রামদেরকে বিভিন্ন ব্যক্তির নামে ইস্যুকৃত ৭৮টি বাংলাদেশী পাসপোর্ট ও কিছু পাসপোর্টের আবেদন ফরম’সহ ধৃত করেন। পাঁচলাইশ থানাধীন জাতি সংঘ পার্কের উত্তর পার্শ্বে মোহনের ২য় তলা বাড়ীর নিচ তলায় অবৈধ ভাবে ব্যবহারের উদ্দেশ্যে আসামীগণ বাংলাদেশী ৭৮টি পাসপোর্ট ও পাসপোর্ট আবেদন ফরম হেফাজতে রেখেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আসামীদেরকে পাসপোর্ট ও আবেদন ফরম সংক্রান্তে জিজ্ঞাসাবাদে তারা কোনরূপ বিধি সম্মত উত্তর দিতে পারে নাই। আসামী ১) মিলন মেহেদী এর নিকট ১৪(চৌদ্দ)টি ২) আব্দুল মান্নান এর নিকট ১২(বার) টি ৩) বাবলা সরদার এর নিকট ১৩ (তের)টি ৪) রাশেদ উদ্দিন এর নিকট ১৩ (তের) টি ৫) চন্দন কুমার ধর এর নিকট ১৪ (চৌদ্দ) টি ৬) উজ্জল দত্ত এর নিকট ১২ (বার)টি বিভিন্ন লোকের নামে ইস্যুকৃত বাংলাদেশী পাসপোর্ট এবং ৩৫ (পঁয়ত্রিশ) টি পাসপোর্টের আবেদন ফরম উদ্ধার করেন। আসামীগণ অপরের পাসপোর্ট নিজ হেফাজতে রেখে পাসপোর্ট আইনের অপরাধ করায় তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।