চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক ০৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার, ০৪ আসামী গ্রেফতার
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোকতার হোসেন মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আব্দুর রহিম, এসআই/স্বপন কুমার সরকার, এসআই/শিবেন বিশ্বাস, এসআই/মোস্তাক আহমেদ, এসআই/মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচড়াস্থ হোসেন স্কয়ার মার্কেটের সামনে রাস্তার উপর হতে ০১টি চোরাই ণঅগঅঐঅ ঋঅতঊজ মোটর সাইকেল, ২১/০৪/২০১৬ ইং তারিখ অনুমান ১৯.৩৫ ঘটিকার সময় হাটহাজারী থানাধীন চিকনদন্ডি লালিয়ার হাট মাঝিপাড়া গোলাম রসুলের বাড়ী হতে ০১টি চোরাই ঝটতটকও এওঢঊজ মোটর সাইকেল এবং ২২/০৪/২০১৬ ইং তারিখ অনুমান ১৮.০৫ ঘটিকার সময় সীতাকুন্ড থানাধীন মধ্যম মাহমুদাবাদস্থ বাড়বকুন্ড মা আয়েশা ষ্টোর সংলগ্ন ওয়াসিম এর গ্যারেজ হতে ০১টি চোরাই ইঅঔঅঔ চটখঝঅজ মোটর সাইকেল। সর্বমোট ০৩টি চোরাই মোটর সাইকেলসহ আসামী ০১) রাইসুল ইসলাম রাব্বি (২৫), পিতা-হাজী মোঃ শফি, সাং-চিকনদন্ডি, লালিয়ার হাট, মাঝিপাড়া, গোলাম রসুলের বাড়ী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ০২) মোঃ জাহাঙ্গীর আলম (৩০), পিতা-রফিকুল ইসলাম, সাং-বিজয়কড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ০৩) মোঃ জাফর @ তারেক (২৪), পিতা-হাজী সেকান্দর চৌধুরী, সাং- আমান বাজার, আজিম চৌধুরী বাড়ী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ০৪) মোঃ ওয়াসিম (২৪), পিতা-মৃত নুরুল আলম, সাং-মধ্যম মাহমুদাবাদ, বাড়বকুন্ড, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় বিভিন্ন জায়গা থেকে চোরাই মোটর সাইকেল ক্রয় করে সাধারণ জনগনের নিকট বিক্রয় করে থাকে। আসামীরা মোটর সাইকেল চোরাই চক্রের সক্রিয় সদস্য।