চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির ৫ম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, শিল্প সাহিত্য সংস্কৃতি ও সাংবাদিকতায় চট্টগ্রাম বরাবরই অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সরকার, প্রশাসন ও জনগনের মধ্যে সেতুবন্ধনে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাংবদিকরা দায়িত্ব পালন করতে পারে। গত ৩০ মার্চ বুধবার চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি‘র ৫ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির কর্মরত সাংবাদিকরা এ দায়িত্ব পালন করতে পারবে বলে আশা প্রকাশ করেন। চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র এই ৫ম প্রতিষ্ঠা দিবসের দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদ্যাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি কিরন শর্মা। প্রধান বক্তা ও উদ্বোধক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, সাংবাদিকরা এখনো দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে বলে দেশের সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। সত্যের সন্ধানে সাংবাদিকরা সব সময় বলিষ্ঠ ভূমিকা রাখে। তারা কখনোই সত্য থেকে বি”্যুত হয় না। সাংবাদিকদের ক্ষুরধার লেখনী সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। প্রতিনিয়ত সাংবাদিকরা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিচ্ছিন্ন দু’একটি ঘটনাকে সামনে এনে সাংবাদিক সমাজের ঢালাও সমালোচনা অনাক্সিক্ষত। সরকারি সকল দপ্তরে যে ধরনের অনিয়ম-দুর্নীতি হয়, তা সাংবাদিকরা তুলে ধরছে বলেই দেশ ও জাতির কল্যাণ বয়ে আনছে। বিশেষ অতিথি বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মঈনুদ্দিন কাদেরী শওকত বলেন, রিপোর্টিং পেশা খুবই ঝুঁকিপূর্ণ। মাঠে ময়দানে যারা রিপোর্টিং করেন তাদেরকে মৃত্যুঝুঁকি নিয়ে মরনজয়ী হয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। সত্যিকার রিপোর্টার কারো প্রলোভনে প্রলুদ্ধ হননা এবং কারো ভয়ে নতশীল ধিকৃত ভূমিকা রাখেননা। সাংবাদিকতার মতো একটি মহান পেশাকে খাটো করে দেখলে চলবে না। সাংবাদিকরা লেখনীর মাধ্যমে জাতির কাছে সব কিছু তুলে বলেই আমরা জানতে পারি। চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক সমবায় সমিতির লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মো. ইসকান্দর আলী চৌধুরী মহান স্বাধীনতার এই মাসে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির ৫ম প্রতিষ্ঠা দিবসে সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকরা সব সময় সমাজের আলোকবর্তিকা হয়ে কাজ করছে। সমাজের সকল খুটিনাটি বিষয় আমাদের সামনে তুলে ধরছে বলে সমাজের অনেক দুর্নীতি ও অনিয়ম কমে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, বিভাগীয় সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি ও আইটি বিশেষজ্ঞ মাহাবুবুর রহমান রুহেল, সাবেক উপ-পুলিশ কমিশনার মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, লায়ন নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো কামরুল হুদা, সহ-সাধারণ সম্পাদক-আমিনুল হক শাহীন, উদ্্যাপন কমিটির আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক-রিয়াজুর রহমান রিয়াজ, সদস্য সচিব ও দপ্তর সম্পাদক মো. আলমগীর প্রমূখ। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক কাজী হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন বাবলা, সহ-প্রচার সম্পাদক -আজগর আলী মানিক, ক্রীড়া সম্পাদক -আব্দুল করিম সেলিম, প্রকাশনা সম্পাদক- নুরুল কবির, সহ-প্রকাশনা সম্পাদক রূপন নাথ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- শেখ মোহাম্মদ আরিফ , সাংস্কৃতিক সম্পাদক -অরুণ নাথ, সহ-সাংস্কৃতিক সম্পাদক- বাবুল মিয়া, আপ্যায়ন সম্পাদক- আবছার রশীদ আইয়ুব, সহ-আপ্যায়ন সম্পাদক রাশেদুল আজিজ, নির্বাহী সদস্য মেজবাহ উদ্দিন, এসএম শহীদুল্লাহ, স.ন.ম মনিরুল ইসলাম, মোহাম্মদ কামাল হোসেন, মহিউদ্দিন মোহাম্মদ ইকবাল, বরুণ আর্চায্য বলাই, আমান উল্লাহ্্ বাদশা , রেদোয়ানুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।