চাকমা রাজমাতা আরতী রায়রে শষে নঃিশ্বাস ত্যাগ : পাহাড়জুড়ে শোকরে ছায়া

চাকমা রাজমাতা আরতী রায়রে শষে নঃিশ্বাস ত্যাগ : পাহাড়জুড়ে শোকরে ছায়া
র্পাবত্য চট্টগ্রামরে চাকমা র্সাকলে রাজপরবিাররে রাজ মাতা আরতী রানী রায় ইহলোক ত্যাগ করছেনে। আজ সোমবার ভোর পৌনে চার টার দকিে তনিি শষে নঃিশ্বাস ত্যাগ করছেনে বলে পারবিারকি সূত্রে জানাগছে।ে মৃত্যুকালে তার বয়স হয়ছেলিো আনুমানকি ৮১ বছর। তনিি র্বাধক্যজনতি ও লভিার সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ ছলিনে বলে চকিৎিসকরা জানয়িছেনে।
এরআগ,ে গত ১৪ই এপ্রলি রাঙামাটি রাজবাড়স্থি নজি বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে রাঙামাটি জনোরলে হাসপাতালে র্ভতি করা হয়। এরপর সখোনে তার অবস্থার অবনতি হতে থাকলে ১৬ এপ্রলি তাকে এয়ার এ্যাম্বুলন্সযেোগে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে নয়িে যাওয়া হয়।
সখোনে এক সপ্তাহ চকিৎিসাধীন থাকার পর রোববার রাতে রাঙামাটি নয়িে আসার জন্য এ্যাম্বুলন্সেযোগে রওয়ানা দলিে সোমবার ভোররাত পৌনে চারটার দকিে পথমিধ্যে শষে নঃিশ্বাস ত্যাগ করনে রাজমাতা।
এদকিে রাজমাতা মারা যাওয়ার ঘটনায় পুরো র্পাবত্য চট্টগ্রামে শোকরে ছায়া নমেে আস।ে সকাল থকেইে রাঙামাটরি রাজবাড়ি ও রাজবন বহিারে হাজার হাজার নারী-পুরুষরে ঢল নামে শষেবাররে মতো রাজমাতাকে এক নজর দখোর জন্য। রাজবন বহিার সূত্রে জানাগছে,ে র্ধমীয় অনুষ্ঠান শষে করে রাজমাতার শষেকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হব।ে
প্রসঙ্গত, র্পাবত্য চট্টগ্রামরে চাকমা র্সাকলে সাবকে রাজা ত্রদিবি রায়রে স্ত্রী রানী আরতি রানী রায়। তনিি র্দীঘদনি চাকমা র্সাকলে এর রানী হসিবেে দায়ত্বি পালন করনে। র্বতমানে তনিি রাঙামাটতিে চাকমা রাজামাতা হসিবেে পরচিতি ছলিনে। আরতি রায়রে পুত্র র্বতমান চাকমা রাজা ব্যারস্টিার দবোশীষ রায়। আরতি রায়রে স্বামী ৫০তম সাবকে চাকমা রাজা ত্রদিবি রায় ২০১২ সালে মৃত্যুবরণ করনে।

দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন ——বোরহান উদ্দিন উন্নয়নমূখী পার্বত্য চট্টগ্রাম গড়তে হলে প্রশিক্ষণের প্রকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে —-এ কে এম মকছুদ আহমেদ প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন ——মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30