শিরোনাম
প্রচ্ছদ / চট্টগ্রাম / জব্বারের বলীখেলায় এবারের জয়ী টেকনাফের শামছু

জব্বারের বলীখেলায় এবারের জয়ী টেকনাফের শামছু

জব্বারের বলীখেলায় এবারের জয়ী টেকনাফের শামছু

নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় এবছর বিজয়ী হয়েছেন টেকনাফের শামসু বলী।  সোমবার বিকেল পাঁচটার দিকে লালদীঘি মাঠে শুরু হয় বৈশাখী মেলার মূল আকর্ষণ বলী খেলা প্রতিযোগিতা।

খেলায় রানারআপ হন রামুর দিদার বলী। টানটান উত্তেজনার এ বলীখেলায় ২৭ মিনিট ২১ সেকেন্ড প্রাণপণ লড়াই করেন দুই বলী। কিন্তু তারপরও কেউ কারও কাছে হার মানতে নারাজ।

পরে খেলার রেফারি ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আলোচনা করে শামসু বলীকে বিজয়ী ঘোষণা করেন।

এদিকে শত বছরের ঐতিহ্যবাহী এ বলীখেলা উপভোগ করকে হাজার হাজার দর্শক ভিড় জমান লালদীঘি ময়দানে।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …