জাতীয় পরিচয়পত্র সেবা অব্যাহত রাখার নির্দেশ
বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধনের জন্য যদি কারো আঙুলের ছাপ আপডেট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে নির্বাচনের মধ্যেও সেবা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংস্থাটির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুধবার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছেন। এতে দেশের সব উপজেলা, জেলা নির্বাচন কর্মকর্তাদের আঙুলের ছাপ আপডেট করা সংক্রান্ত সেবা অব্যাহত রাখতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে- জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা প্রদান করার জন্য প্রত্যেক উপজেলায় ২ জন করে অপারেটর প্রেরণ করা হয়েছে। এজন্য জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। এছাড়া বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধনের জন্য যদি কারো আঙুলের ছাপ আপডেট করার প্রয়োজন পড়ে, তাহলে নির্বাচনে কারণে তাদের সার্ভিস প্রদান বন্ধ করা যাবে না। আবেদনকারীদের আন্তরিকভাবে সহযোগিতার করার জন্যও নির্দেশনায় বলা হয়েছে।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে সব গ্রাহককে আঙুলের ছাপ দিয়ে মোবাইলের সিম পুনঃনিবন্ধনের জন্য সময় বেধে দিয়েছে সরকার।