‘জিদান মরণপণ লড়তে বলেছিলেন’
ক্লাসিকোয় পিছিয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদের সমতায় ফেরার স্বস্তি উবে গিয়েছিল সের্হিও রামোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে বিদায় নিলে। তবে দশ জনে নেমে যাওয়া দল নিয়েও কাম্প নউ থেকে ঠিকই বিজয়ী বেশে ফিরেছে রিয়াল। দলটির ডিফেন্ডার দানি কারভাহাল জানালেন, কোচ জিনেদিন জিদানের মরণপণ লড়াইয়ের মানসিকতার কারণেই সম্ভব হয়েছে এত কিছু।
কাম্প নউতে গত শনিবার জেরার্দ পিকের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। করিম বেনজেমার দৃষ্টিনন্দন লক্ষ্যভেদে সমতায় ফেরা রিয়াল ৮৩তম মিনিটে হারায় নির্ভরযোগ্য ডিফেন্ডার রামোসকে। দুই মিনিট পর ক্রিস্তিয়ানো রোনালদোর গোল করলে রামোসকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হওয়া রিয়ালই জয়ের হাসি হাসে।
রিয়ালের ওয়েবসাইটে ক্লাসিকো জয়ের পেছনের গল্পটা বলেন কারভাহাল, “আমরা জানতাম এটা কঠিন হবে। দল দুর্দান্ত খেলেছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। আমরা কখনও মাথা নীচু করিনি এবং দল ম্যাচ জুড়ে স্বাচ্ছন্দ্যবোধ করেছে।”
“আমরা মাথা উঁচু রেখেছিলাম এবং আরও (গোল) চাইছিলাম। ড্রয়ের জন্য খেলিনি। কোচের পরিকল্পনা আসলেই ভালো ছিল। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ব্যাপারে তিনি (জিদান) পরিষ্কার ছিলেন। ক্লাসিকো জিততে হলে আপনাকে খেলতে হবে,” যোগ করেন তিনি।
পাশে থাকা সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি কারভাহাল। পরের ম্যাচে আগামী বুধবার দল ভল্ফসবুর্গের মুখোমুখি হবে রিয়াল। জার্মানি থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে জিতে ফেরার আশাবাদও জানান স্প্যানিশ এই ডিফেন্ডার।