শিরোনাম
প্রচ্ছদ / জাতীয় / জেলা প্রশাসক ও সিটি মেয়রকে স্মারকলিপি প্রদান

জেলা প্রশাসক ও সিটি মেয়রকে স্মারকলিপি প্রদান

জেলা প্রশাসক ও সিটি মেয়রকে স্মারকলিপি প্রদান

সিডিএ আউটার রিং রোড নির্মাণ প্রকল্পের ফিডার রোড নং- ১ ইপিজেড নারিকেল তলা এলাকার র‌্যাব-৭ গলির প্রায় ২শ পরিবারের ৫ হাজার মানুষ উচ্ছেদ আতঙ্কে বসবাস করছে। এলাকাবাসীর ও হুকুম দখল প্রতিরোধ নাগরিক কল্যাণ কমিটি গত ২০ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ও সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীনকে স্মারকলিপি প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আসলাম। এ সময় উপস্থিত ছিলেন হুকুম দখল প্রতিরোধ নাগরিক কল্যাণ কমিটির সভাপতি মো. আইয়ুব, সহ-সভাপতি মো. আবু তালেব, সাধারণ সম্পাদক মো. আজম, আরো উপস্থিত ছিলেন জাবেদুল ইসলাম শিপন, মো. জাহেদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, ইউনুস সওদাগর, জিএম ফাহাদ রাজু, মো. আলাউদ্দিন, মো. রুবেল, মো. হাছি মিয়া, মো. আবদুল, মো. ফারুক, আবু মোকারম প্রমুখ। এতে বক্তারা বলেন, অতীতে বাংলাদেশ নৌ বাহিনীর একোয়ার করতে গিয়ে আমাদের উচ্ছেদ করা হয়। তারপর স্টিমেল শিল্প এলাকা করতে গিয়েও আমাদেরকে উচ্ছেদ করা হয়। এবার সিডিএ আউটার রিং রোড নির্মাণ প্রকল্পের ফিডার রোড নং- ১ নির্মাণকল্পেও আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন ছাড়া আমাদের উচ্ছেদ করা যাবে না। কারণ বাঁচার অধিকার সবার আছে। এটা একটা মানুষের জৈবিক এবং নাগরিক অধিকার। এই অধিকার থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারে না। উন্নয়ন প্রকল্প একটি দেশের এবং সকলের জন্য কল্যাণকর। কিন্তু এই কল্যাণকর কাজ করতে গিয়ে মানুষকে উচ্ছেদ করা যায় না। তার আগে দরকার তাদের পুনর্বাসন। পুনর্বাসনের বিষয়ে জেলা প্রশাসক, সিডিএ চেয়ারমান এবং সিটি মেয়র পুনর্বাসনের আশা ব্যক্ত করেন।

পড়ে দেখুন

কালুরঘাট সেতু সংস্কার কাজের জন্য আগামী তিন মাস বন্ধ

চট্টগ্রাম অফিস :: কালুরঘাট সেতু সংস্কার কাজের জন্য আগামী তিন মাস বন্ধ থাকবে সেতুর ওপর …