শিরোনাম
প্রচ্ছদ / প্রযুক্তি / তথ্যপ্রযুক্তিকে ভালভাবে কাজে লাগাতে হবে: ঢাবি উপচার্য

তথ্যপ্রযুক্তিকে ভালভাবে কাজে লাগাতে হবে: ঢাবি উপচার্য

তথ্যপ্রযুক্তিকে ভালভাবে কাজে লাগাতে হবে: ঢাবি উপচার্য

ঘুমিয়ে স্বপ্ন না দেখে জেগে থেকে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক।

শুক্রবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক শিক্ষা সমাবেশে তিনি বলেন, “ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে থেকে স্বপ্ন দেখতে হবে। আমরা ঘুমিয়ে যেটা দেখি সেটা স্বপ্ন নয়, স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমাতে দেয় না।”

শিক্ষার্থীদের তিনি প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে বলেন।

“তোমরা অনেকে পরীক্ষাকক্ষে মোবাইল ফোন নিয়ে আস। অনেক কোচিং সেন্টার মোবাইল প্রযুক্তি কাজে লাগিয়ে শিক্ষার্থীদের অসুদুপায় অবলম্বনে সহায়তা করছে, যা খুবই খারাপ।”

তথ্য প্রযুক্তির ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে উল্লেখ করে তিনি তাদের সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।

বাল্য বিয়ের বন্ধ করার গুরুত্বের কথা উল্লেখ করে ঢাবি উপাচার্য এ বিষয়ে সবাইকে সচেতন হতে বলেন।

বাল্য বিয়ে বন্ধ হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধ করা যাবে বলে তিনি মনে করেন।

চুয়াডাঙ্গা জেলা পরিষদ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক শেখ আব্দুস সালাম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সাবের মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ।

পড়ে দেখুন

নিবন্ধনের অনুমতি পেল ৯২ পত্রিকার অনলাইন পোর্টাল

নিবন্ধনের জন্য প্রথম দফায় ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে অনুমোদন দিয়েছে সরকার। ঢাকা থেকে প্রকাশিত …