নগর উন্নয়ন সমন্বয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

নগর উন্নয়ন সমন্বয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্মারক মূলে জাইকার সাহায্যপুষ্ট সিটি গভর্নেন্স প্রকল্পভুক্ত সিটি কর্পোরেশন অবকাঠামো উন্নয়ন ও ইনক্লুসিভ নগর পরিচালনা উন্নতকরণ কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত নগর উন্নয়ন সমন্বয় কমিটি সি ডি সি সি দ্বিতীয় সভা ১৮ এপ্রিল ২০১৬ খ্রি. সোমবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, শফিউল আলম,আবুল হাশেম, ইসমাইল বালি, গোলাম মোহাম্মদ জোবায়ের, এইচ এম সোহেল, এস এম এরশাদ উল্লাহ, শৈবাল দাশ সুমন, জহুরুল আলম জসিম, মো. মোরশেদ আলম, মো. মোবারক আলী, মো. সাইফুদ্দিন খালেদ, মো. সলিম উল্লাহ বাচ্চু, আবিদা আজাদ, সিটি কর্পোরেশনের সচিব ও কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, ওয়াসার সচিব মো. সামসুদ্দোহা, অতি.পুলিশ কমিশনার মাসুদ উল হাসান, ইলমা’র জেসমিন সুলতানা পারু, উপ-সচিব সাইফুদ্দিন মাহমদু কাতেবী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল হাসান চৌধুরী, জাইকা প্রতিনিধি মো. চুন্নু হোসেন, শরণ এর সহ সভাপতি পূর্ণিমা বড়–য়া, বিটিসিএল এর বিভাগীয় প্রকৌশলী সমিত চাকমা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান প্রকৌশলী এস ম সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. মেজবাহ উদ্দিন চৌধুরী, কর্ণফুলী গ্যাস কোম্পানী লি. এর ব্যবস্থাপক মো. আবদুল হালিম, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম মৃধা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হক চৌধুরী, চসিক তত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহফুজুল হক, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, পুল কর্মকর্তা সুদিপ বসাক, সহকারী প্রকৌশলী মো. মঞ্জুরুল হক তালুকদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বিগত প্রথম সভার কার্যবিবরণী অনুমোদন সহ সিডিসিসি’র সকল সদস্য সংস্থার মধ্যে তথ্যাদি বিনিময়, উন্নয়ন কাজের ডুপ্লিকেশন রোধ, পানি, বিদ্যুৎ, গ্যাস লাইনের প্রতিবন্ধকতা ও সমস্যা সমূহ নিরুপন, সড়কবাতি ও অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত অবগতির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভার সভাপতি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, নাগরিক সেবার দায়িত্বে নিয়োজিত সকল সংস্থার সাথে সমন্বয় করে শতভাগ সেবা নিশ্চিত করতে হবে। মেয়র নগরীর  সার্বিক উন্নয়নের সাথে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30