বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ও জাতীয় মানবাধিকার ইউনিটির র্দূনীতি প্রতিরোধ সপ্তাহ-১৬ উদ্যাপন মানববন্ধন

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ও জাতীয় মানবাধিকার ইউনিটির র্দূনীতি  প্রতিরোধ সপ্তাহ-১৬ উদ্যাপন মানববন্ধন

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ও জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে নগরীর আগ্রাবাদস্থ শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ এবং দূর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়ের সামনে ০৩ এপ্রিল বেলা ১১.৩০ ঘটিকায় এক মানববন্ধন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে এবং জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো: কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো: ফোরকান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সম্ভু দাশ, মানবাধিকার নেতা মাওলানা জয়নুল আবেদীন চিশতী, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সহ-সভাপতি শফিউল আলম হেলাল, জাতীয় মানবাধিকার ইউনিটি মহাগর যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মিয়া। মানববন্ধনে বক্তারা বলেন, দূর্নীতি আজ পুরো জাতিকে গ্রাস করছে। সমাজের প্রতিটি রন্দে রন্দে দূর্নীতি ঢুকে গেছে। দূর্নীতি ছাড়া যেন কোনো কিছুই হয় না। দূর্নীতিবাজরা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। স্কুল কলেজে ছাত্র ভর্তিতে দুর্নীতি, পাসর্পোট করতে গেলে দূর্নীতি, চাকুরীর ক্ষেত্রে দূর্নীতি, ব্যাংকে দুর্নীতি, সকারকারী বেসরকারী সকল প্রতিষ্ঠানে দূর্নীতি লাগামহীনভাবে চলছেই। দূর্নীতি বন্দে দূদককে আরো সচ্ছ ও কার্যকর ভূমিকা রাখতে হবে। দূর্নীতিবাজ, মাদক বিক্রেতা, মাদক সেবী, ইভটিজার, সন্ত্রাসী ও অপরহণকারীরা জাতির শত্র“ এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা আজ সময়ের দাবী। বক্তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রতিষ্ঠান পর্যন্ত দূর্নীতিবাজ কর্মকর্তাদের তান্ডব চলছেই। সরকারের সদিচ্ছা থাকলেও এসব দূর্নীতিবাজদের কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা এখনো সম্ভব হয় নি। তাই দূর্নীতিবাজদের দূর্নীতি প্রতিরোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। এবং দূর্নীতিবাজদের চিহ্নিত করে আইনেই কাটগরায় দার করিয়ে বিচারের আওতায় আনার জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনের কাছে আহবান জানান বক্তারা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর দপ্তর সম্পাদক শাহরিযার একরাম, সোহেল রানা, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মো: জাহাঙ্গীর, ডবলমুরিং থানা সভাপতি ইব্রাহিম সবুজ, দক্ষিণ জেলা সভাপতি এম এন আবছার, সাধারণ সম্পাদক ইসমত আলী, মো: আক্কাস আল আলিফ, মো: কাবর আহমদ, মো: মনির আহমদ, তপন দাশ, মো: জসিম উদ্দিন, মো: আরমান, বয়েজ ক্লাবের মিঠু সুমন সাইদ, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার মো: নাছির উদ্দিন, প্রমুখ।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30