বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন
(বনপা)’র চট্টগ্রাম কমিটি ঘোষনা
স্টাফ রিপোর্টার ঃ হাদীদুর রহমানকে সভাপতি ও এম.কে মোমিন কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র চট্টগ্রাম কমিটি ঘোষনা।
ঐতিহাসিক চট্টগ্রাম প্রেসক্লাব মিলানায়তনে ১০ এপ্রিল ২০১৬ইং কারিখ সন্ধ্যা ৭টায় জাকজমকপূর্ণ পরিবেশে বনপা’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি সুভাষ সাহার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ ফয়েজ আহমদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ.এইচ.এম তারেক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. মাহমুদ রিয়াজ ও অর্থসম্পাদক কাজী কবির হোসেন এ কমিটি ঘোষনা করেন।
পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন
সভাপতি:- হাদীদুর রহমান, নির্বাহী পরিচালক নিউজ বিএনএ, সিনিয়র সহ-সভাপতি: আবু হাসনাত চৌধুরী নির্বাহী সম্পাদক বিডি জার্নাল৩৬৫ ডট কম, সহ-সভাপতি:- এম.আলী হোসেন সম্পাদক বাংলাপোষ্টবিডি ডট কম, মোহাম্মদ এয়াকুব সম্পাদক চিটাগাং ডেইলি ডট কম, সামসাদ সাত্তার সম্পাদক ওয়ার্ল্ডটাইস২৪ ডট কম
সাধারণ সম্পাদক:- এম.কে. মোমিন নির্বাহী সম্পাদক গিরিদর্পণ ডট কম, যুগ্ন সাধারণ সম্পাদক: হারুন অর রশিদ সম্পাদক আজকের সত্য সংবাদ ডট কম, যুগ্ন সাধারণ সম্পাদক: ফরহাদ আমিন মোহাম্মদ ফয়সল সম্পাদক আর্থনিউজ২৪
সাংগঠনিক সম্পাদক : মুহাম্মদ সাইফুল ইসলাম সম্পাদক কর্ণফুলি নিউজ, সহ-সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ আব্দুর রশিদ (সোহাগ) সম্পাদক চাঁদমামা ডট নিউজ।
অর্থসম্পাদক: মীর মেজবাহ আহমেদ প্রধানসম্পাদক অনলাইন বার্তা ডট কম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: এ জে এম সামছুল করিম লাভলু সহকারী সম্পাদক সমন্বয়নিউজ২৪ ডট কম
তথ্য ও প্রযুক্তি সম্পাদক : মোহাম্মদ সাহিদুল ইসলাম সম্পাদক হৃদয়ে চট্টগ্রাম
এ ছাড়াও উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছেন ড. আশরাফুল ইসলাম সজিব এবং স্বপন মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সাংবাদিক ও কবি এবং চট্টগ্রাম সংবাদিক ইউনিয়ন (সিইউজ) এর সভাপতি এজাজ ইউসুফ।
তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের বিভিন্ন কল্যাণমূল উপদেশ দিয়ে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যা গণমানুষের কল্যানে নিবেদিত। প্রিন্ট মিডিয়া ইলেট্রনিক মিডিয়ার পাশাপাশি অনলাইন মিডিয়াও গণমানুষের কাছে ক্রমান্বয়ে সাড়া জাগাচ্ছে। এই জনপ্রিয়তাকে ধরে রাখতে এবং জনগনের কাছে তথ্যভিত্তিক সংবাদ প্রেরণে যথেষ্ঠ দায়িত্বশীল হতে হবে।
প্রধান অতিথির বক্তব্য বনপা’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ সাহা বলেন ডিজিটাল বাংলাদেশ গঠনে ও মাননীয় প্রধানমন্ত্রীর সপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সংবাদ পরিবেশনে যথেষ্ঠ দায়িত্বশীলতার পরিচয় দান করতে হবে।
তিনি নবগঠিত কমিটিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অডিও কনফারেন্সএ ঢাকা থেকে সরাসরি বক্তব্য রাখেন বনপা’র উপদেষ্ঠা বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাদীদুর রহমান। তিনি নবগঠিত কমিটির সভাপতিও নির্বাচিত হন। সমাপনি বক্তব্য ও সবার সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।