বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলার কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন ২ এপ্রিল শনিবার শাহ্ বারিয়া মাদ্রাসা মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আল্লামা সাঈদুল আলম খাঁকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সি. সহ-সভাপতি মাওলানা আবু তাহের সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা আবদুর রহিম সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, মাওলানা এহসানুল হক,শাহজাদা শওকতুল ইসলাম রেফায়ী, মাওলানা নাসির উদ্দিন,হারুনুর রশীদ, যুবনেতা হুমায়ুন কবীর জাহেদ প্রমুখ। এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা মহিউদ্দিন চৌধুরী ও প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম¥দ নুরুল ইসলাম হিরু। সভায় ছাত্রসেনা বাঁশখালী উপজেলা শাখাকে সাংগঠনিক কাজের সুবিধার্থে (উত্তর ও দক্ষিণ) দুই ভাগে বিভক্ত করা হয়। মুহাম্মদ শফিউল বশরকে সভাপতি ও মুহাম্মদ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৭ জন বিশিষ্ট বাঁশখালী উপজেলা (উত্তর) এবং মুহাম্মদ শওকত আলীকে সভাপতি ও মুহাম্মদ মুহিববুল্লাহকে সাধারণ সম্পাদক করে ২৭ জন বিশিষ্ট বাঁশখালী উপজেলা (দক্ষিণ) ২০১৬-১৭ সেশনের কার্যকরী কমিঠি গঠিত হয়। বক্তারা বলেন