ভেনেজুয়েলায় বিদ্যুৎ বাঁচাতে ৫ দিন সাপ্তাহিক ছুটি
দক্ষিণ আমেরিকা ওপেক সদস্য দেশ ভেনেজুয়েলায় সরকারি কর্মচারীদের জন্য সপ্তাহে দুটি দিন কর্মদিবস ঘোষণা করে পাঁচদিন ছুটি দেওয়া হয়েছে।
গুরুতর বিদ্যুৎ সঙ্কটের মোকাবিলায় মঙ্গলবার অস্থায়ী ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
বিদ্যুতের ব্যবহার কমানোর লক্ষ্যে এর আগেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এপ্রিল ও মে, এ্ই দুই মাসের জন্য শনি-রোববারের পাশাপাশি ২৮ লাখ সরকারি কর্মচারীর জন্য শুক্রবারও ছুটি ঘোষণা করেছিলেন।
মঙ্গলবার নিজের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে মাদুরো বলেন, “কাল থেকে অন্ততপক্ষে দুই সপ্তাহের জন্য সরকারি খাতে আমরা বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার কর্মহীন-দিবস রাখছি।”
অপরদিকে বিবিসি জানিয়েছে, দেশটির ভাইস প্রেসিডেন্ট অ্যারিস্টোবুলো ইসতুরিজ ঘোষণা করেছেন, সঙ্কট কেটে না যাওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের সপ্তাহে শুধু সোমবার ও মঙ্গলবার কাজ করতে হবে।
খরার কারণে ভেনেজুয়েলার প্রধান জলবিদ্যুৎ বাঁধে পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। গুরি এলাকার এই জলবিদ্যুৎ প্রকল্প থেকে দেশটির দুই-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়।
পানি সঙ্কটের পাশাপাশি বিদ্যুৎ সঙ্কট শুরু হওয়ায় অর্থনৈতিক চাপের মধ্যে থাকা ভেনেজুয়েলার তিন কোটি নাগরিকের জীবনে নতুন চাপ যুক্ত হয়েছে।
নিদারুণ অর্থনৈতিক মন্দা, দুধ থেকে শুরু করে ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দোকানে দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইনে জনগণের নাভিশ্বাস উঠছে।
দেশটির প্রয়াত নেতা হুগো শ্যাভেজের স্থলাভিষিক্ত মাদুরো (৫৩) বলেন, “গুরি প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে গুরিকে রক্ষা করতে হবে আমাদের।”
তবে সরকারের এসব পদক্ষেপ সত্বেও দেশটির বিরোধীদলগুলো এসব সঙ্কটের জন্য বামপন্থি সরকারের ভুল-ব্যবস্থাপনাকে দায়ী করেছে।