যুক্তরাষ্ট্রে এক পরিবারের ৮ জনকে গুলিতে হত্যা
পাইক কাউন্টির হিল রোড এলাকার ৩০ মাইলের মধ্যে চারটি ভিন্ন বাড়িতে শুক্রবার এই আটজনকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের মতো’ করে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে, তার অনুসন্ধানে ৩০ জনের বেশি ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
নিহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোর, অন্যরা সব প্রাপ্ত বয়স্ক বলে জানিয়েছেন পাইক কাউন্টির শেরিফ চার্লস রিডার।
হামলায় তিন শিশু রক্ষা পেয়েছে বলে জানান তিনি।
ওয়াইয়োর অ্যাটর্নি জেনারেল মাইক ডিওয়াইন এক সংবাদ সম্মেলনে বলেছেন, নিহতরা সবাই রোহডেন পরিবারের সদস্য।
খুনি কারা- এই প্রশ্নে তিনি বলেন, “আমরা এখনও জানি না খুনি কি একজনই ছিল, না কি দুজন, না কি তিনজন অথবা তারও বেশি।”
‘স্থানীয় কোন ঘটনা’র সূত্র ধরে এই সহিংসতা হয়ে থাকতে পারে বলে ঘটনাস্থলে থাকা এক যাজক জানিয়েছেন।
শেরিফ চার্লস রিডার বলেন, “অস্ত্রধারী ও ভয়াবহ বিপজ্জনক কোনো খুনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।”
শেরিফ জানান, পুলিশ এখনও ঘটনার কারণ উদঘাটন করতে পারেনি।
নিহতদের কাউকে কাউকে ‘আগের রাতেই হত্যা করা হয়ে থাকতে পারে’ বলে ধারণা করছেন অ্যাটর্নি জেনারেল মাইক ডিওয়াইন।
“বেশ কয়েকজনের মৃতদেহ তাদের বিছানায় পাওয়া গেছে। এদের মধ্যে একজন মা’ও আছেন। পাশেই তার চারদিন বয়সী একটি শিশু ঘুমিয়ে ছিল।”
ঘটনাটি ‘বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় পিবলস এলিমেন্টারি ও পিবলস হাইস্কুলে তালা লাগিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ।
পরিস্থিতির কারণে কেউ যেন স্কুলে ঢুকতে বা স্কুল থেকে বের হতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেয়া হয় বলে এডামস কাউন্টি ওহাইও ভ্যালি স্কুলের এক মুখপাত্র জানিয়েছেন।
ওহাইও’র গভর্নর ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী জন কাসিচ এক টুইট বার্তায় এ ঘটনায় শোক জানিয়েছেন।