শিরোনাম
প্রচ্ছদ / রাঙ্গামাটি / রাঙ্গামাটিতে জাতীয় সুইচ দিবস বিষয়ক স্বাস্থ্য বিভাগের ওরিন্টেশন সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে জাতীয় সুইচ দিবস বিষয়ক স্বাস্থ্য বিভাগের ওরিন্টেশন সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে জাতীয় সুইচ দিবস বিষয়ক স্বাস্থ্য বিভাগের ওরিন্টেশন সভা অনুষ্ঠিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ গত ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত পোলিও  মুক্ত আছে এবং বাংলাদেশকে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষনা করা হয়েছে।  এই যাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে দেশে নতুন ভাবে সংযোজিত পোলিও টিকার নতুন ডোজ প্রদান কার্যক্রম হাতে নেয়া হয়েছে । এই লক্ষ্যে টি-ওপিভি টিকার ব্যবহার বন্ধ করে বাই ভ্যালেন্ট বি ওপিভি টিকা যেখানে টাইপ ১ এবং টাইপ ৩ ভাইরাস রয়েছে তা কার্যকর করা হবে। আগামী ২৩ এপ্রিল  জাতীয় সুইচ দিবসের মাধ্যমে নতুন এই টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রঙ্গামাটি জেলায় টিও পিভি টু বিও পিভি সুইচ পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী এক ীবহিতকরন সভায় এই তথ্য জানানো হয়। প্রাক্তন সিবিল সার্জন ডাঃ উদয় শংহর দেওয়ান  সভায় প্রধান অতিথি ছিলেন। রাঙ্গামাটির সিভিল সার্জন ডাঃ ¯েœহ কান্তি চাকমার সভাপতিত্বে  সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবরিনা সুলতানা, সহকারী পুলিশ ুপার চিত্ত রন্ঞ্জন পাল, ডাঃ বেবী ত্রিপুরা, ডাঃ নুপুর কান্তি দাশ, জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় জানানো হয় পূর্বে পোলিও টিকায় টাইপ-১, ঠাই-২ ও টাইপ -৩ ভাইরাস থাকলেও বর্তমানে টাইপ-২ ভাইরাস বিলুপ্ত হয়েছে বিধায় নতুন টিকায় শূধূমাত্র টাইপ-১ ও টাই-৩ ভাইরাস দেয়া হবে।
রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এই অবহিত করন সভায় চিকিৎসক, সরকারী কর্মকর্তা ও ইপিআই কর্মসূচীর কর্মকর্তারা উপস্থিত  ছিলেন।

পড়ে দেখুন

রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা : সারা দেশের সাংবাদিকদের জন্য একটা ডাটাবেজ তৈরি হচ্ছে–প্রেস কাউন্সিল চেয়ারম্যান

॥ নিজস্ব প্রতিবেদক ॥ সারা দেশের সাংবাদিকদের জন্য একটা ডাটাবেজ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন …