ষড়যন্ত্রকারীর পক্ষে নয়, বরিুদ্ধে অবস্থান ননি: হানফি
লখোলখেি নয়, ‘ষড়যন্ত্ররে’ জন্য শফকি রহেমান ও মাহমুদুর রহমানকে ধরা হয়ছেে দাবি করে তাদরে বপিক্ষে অবস্থান নওেয়ার আহ্বান জানয়িছেনে আওয়ামী লীগ নতো মাহাবুব উল আলম হানফি।
শফকি রহেমান গত ১০ বছর কোথাও সাংবাদকিতার সঙ্গে যুক্ত ছলিনে না দাবি করে শনবিার এক অনুষ্ঠানে তনিি বলনে, “শফকি রহেমানকে কোনো লখোর জন্য গ্রপ্তোর করা হয়ন।ি তাকে বঙ্গবন্ধুর দৌহত্রি জয়কে অপহরণ করে হত্যা করার যড়যন্ত্রকারী হসিবেে গ্রপ্তোর করা হয়ছেে ।”
অন্যদকিে কারাবন্দি ‘আমার দশে’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কোনাে দনি সাংবাদকি ছলিনে না দাবি করে হানফি বলনে, “বএিনপি ক্ষমতায় থাকতে তনিি একটি কোম্পানতিে চাকরি করতনে। বএিনপি ক্ষমতা ছাড়ার পর তনিি আমার দশেে বসে ষড়যন্ত্র শুরু করলনে।
“তনিি আমার দশেে বসে হফোজতরে সাথে ৮০ কোটি টাকা লনেদনে করছেলিনে, সারা ঢাকাকে অচল করে দতি।ে তনিি ষড়যন্ত্রে লপ্তি হয়ছেলিনে মানুষ হত্যার।”
এই দুজনরে বচিাররে পক্ষে দাঁড়ানোর আহ্বান জানয়িে আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক হানফি বলনে, “যদি কউে কাউকে খুনরে ষড়যন্ত্রে যুক্ত হন তাহলে তার বরিুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে না?… সাংবাদকি হলে কি আইনরে র্ঊধ্ব?ে
“যারা তাদরে জন্য মায়া কান্না করছনে তাদরে অনুরোধ করব- ষড়যন্ত্রকারী, হত্যা ও খুনরে চক্রান্তকারীদরে বরিুদ্ধে অবস্থান ননে। তাহলে জনগণরে কাছে র্বাতা যাবে য,ে কউে চক্রান্তকারীদরে সাথে নইে। কন্তিু তাদরে পক্ষ নবিনে, এটি জাতি চায় না।”
ঢাকা মহানগর আওয়ামী লীগরে দক্ষণি ও উত্তররে নবনর্বিাচতি দুই সাধারণ সম্পাদক সাদকে খান ও শাহে আলম মুরাদকে সংর্বধনা দতিে দুপুরে রাজধানীর পাবলকি লাইব্ররেরি শওকত ওসমান মলিনায়তনে আয়োজতি অনুষ্ঠানে বক্তব্য দনে হানফি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলনে, “বাংলাদশেরে মাথা পছিু আয় আগে ছলি ৮০০ ডলার, আমরা ক্ষমতায় আসার পর হয়ছেে ১৪০০ ডলার। এটি কোনো ম্যাজকি নয়, শখে হাসনিার নতেৃত্বরে ফসল।”
দলীয় নতোর্কমীদরে উদ্দশ্যেে তনিি বলনে, “অন্তকলহ বন্ধ করে দলটাকে শক্তশিালী করুন। অনকে বড় দল, অনকে মতভদে থাকব,ে কন্তিু প্রধানমন্ত্রীর নর্দিশেনায় এক হয়ে কাজ করলে বাংলাদশে সক্ষমতায় বশ্বিরে র্শীষ থাকব।ে”
ঢাকা মহানগর দক্ষণি আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলনে, “বএিনপি চক্র আজ শখে হাসনিার পুত্রকে অপহরণ করে খুন করতে চায়। আমরা বলে দতিে চাই- যদি এমন চক্রান্ত করতে চান, তাহলে ঢাকা মহানগরে বএিনপরি কোনো নতোর্কমী বাসায় থাকতে পারবনে না। কারণ রক্তরে জবাব রক্তরে মাধ্যমইে দওেয়া হব।ে”