সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল আলম পারভেজ- এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সরকারী সিটি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২ এপ্রিল নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সরকারী সিটি কলেজ ক্যাম্পাস হতে শুরু হয়ে নগর আওয়ামীলীগের দপ্তর প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বৈকালিক ছাত্রসংসদের ভি.পি রাজীব হাসান রাজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিবা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহিম জিল্লু, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি ও সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল খালেক, নগর ছাত্রলীগের সহ সভাপতি নাঈম রনি, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মণ, স্কুল বিষয়ক সম্পাদক মিয়া মো: জুলফিকার, আকবার হোসেন রাজন, মুহাম্মদ রাশেদ, আরিফুল ইসলাম, রবিউল হাসান রবি, লক্ষ্মন দাশ, মো: রাজু, প্রমুখ।