সম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার আহবান–জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক
মংবোওয়াইচিং মারমা (অনুপম) ,থানছি ॥
বান্দরবানে জেলা প্রশাসক দিলীপ কুমার বৌমিক বলেছেন সম্প্রদায়িক সম্প্রীতি ও সরকারের উন্নয়ন মূখী পরিবেশকে আঘাত করলে যে হোক তার বিচার অবশ্যই হবে। গত সপ্তাহের একটি সন্ত্রাসী গোষ্ঠি ধারা আলিকদম থানচি সড়কে ২৮ কিলোমিটার এর ৩ ব্যবসায়ী কে নির্মম ভাবে জখম করে হত্যা করা হয়েছে । যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের মধ্যে থেকে ৭জনকে আটক করে দেশের আইনে সর্বোচ শাস্তি দেয়ার ব্যবস্থা গ্রহন করবেন সরকার এবং হত্যাকান্ডে সাথে জন্য নিন্দা জানান তিনি।
তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়নমূখী পরিবেশ যেন ব্যাঘাত না হয় সে ব্যবস্থা গ্রহন করার নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রতি শতর্ক করেন তিনি। পর্যটন স্পট গুলিতে পর্যটকদের বিশ্রানাগার নির্মান করে পর্যটন উন্নয়নের ব্যবস্থা গ্রহন করার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সাথে জড়িত কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসক আরো বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা,চিকিৎসা ব্যবস্থা,অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা,প্রশাসনিক কাঠামো,সরকারি দুর্নিতি প্রতিরোধ,চোরাচালান প্রতিরোধসহ আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নের পরিবেশ তৈরী করার উপজেলা প্রশাসন,চিকিৎসক,কৃষি বিভাগের সংশ্লিষ্ঠদের,উপজেলা চেয়ারম্যান,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহবান জানান।
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বৌমিক মঙ্গলবার সকালে থানচি উপজেলা পরিষদের পরিদর্শণ করেন। এ সময় উপজেলা পরিষদের অডিটরিয়ান হলে সরকারি দুর্নিতি বিরোধী কর্মকান্ডে ,উপজেলা উন্নয়ন ভাবনা,চোরাচালান প্রতিরোধ ও সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির সর্ম্পকে মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্কব্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বৌমিক উপরোক্ত কথা বলেন।
থানচি উপজেলায় অডিটরিয়ান হলে মত বিনিময় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা ,থানছি উপজেলা ভাইস্ চেয়ারম্যান চসাথোয়াই মারমা,মহিলা ভাইস্ চেয়ারম্যান বকুলি মারমা,থানা ভার প্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, থানছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, কৃষি অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মংথোয়াইম্যা মারমা ,বিএনপি সাধারণ সম্পাদক মংশৈ¤্রয় মারমা,নবানির্বাচিত চেয়ারম্যান মাংসার ম্রো, মংপ্রুঅং মারমা,জিয়াঅং মারমা,ত্রিপুরা নেতা নসরাং ত্রিপুরা,থানচি বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমূখ।এর আগে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গনে একটি মেহগুনি বৃক্ষ রোপন করেন, পরে থানচি থানা পরিদর্শন এবং এর আগে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করেন বিজয়ীদের মাঝে।
