অপমান থেকে পরিত্রাণ
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা খালেদা সরকারের আমলে করা অপমান থেকে পরিত্রাণ পেয়েছে বলে মন্তব্য করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।
রিভিউ আবেদন খারিজের পর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর চেরাগি চত্বরে এক সমাবেশে এ মন্তব্য করেন তারা। এর আগে একটি আনন্দ মিছিল প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড় ঘুরে চেরাগিতে এসে শেষ হয়।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়া নিজামীকে প্রথমে কৃষিমন্ত্রী, পরে শিল্পমন্ত্রীর আসনে বসিয়েছিল। নিজামীর মতো একজন যুদ্ধাপরাধী রাজাকারকে মন্ত্রী বানিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছিল। জাতিকে কলঙ্কিত করা হয়েছিল। আজ নিজামীর ফাঁসির রিভিউ আবেদন খারিজের মধ্য দিয়ে সে অপমান থেকে মুক্তিযোদ্ধারা পরিত্রাণ পেয়েছে।
তারা বলেন, রিভিউ খারিজের পর নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে আর কোন বাধা নেই। এ রায়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মা শান্তি পেল। জাতি কলঙ্কমুক্ত হলো। এজন্য ট্রাইব্যুনালের বিচারক ও সাক্ষীদের ধন্যবাদ জানান তারা।
যত দ্রুত সম্ভব নিজামীর ফাঁসি কার্যকর ও যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মীর কাশেমের রায়ও কার্যকর করার দাবি জানান তারা। এর সঙ্গে সকল যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াও অবিলম্বে সম্পন্ন করার দাবি জানান মুক্তিযোদ্ধারা।
মিছিল–সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ডেপুটি কমান্ডার এ কে এম সরোয়ার কামাল দুলু, শ্রম ও জনশক্তি কমান্ডার এ কে রশিদ সিদ্দিকী কামাল, সাহিত্য, শিক্ষা ও পাঠাগার কমান্ডার বোরহান উদ্দিন, মিরসরাই কমান্ডার কবির আহমেদ, পটিয়া কমান্ডার মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বজল আহমেদ, ধীরেন কান্তি ধর, অধ্যাপক আবু সৈয়দ প্রমুখ।