আইপিএলের সেরা একাদশে তারকা মুস্তাফিজ

শেষ হয়ে গেল আইপিএল ২০১৬, নবম আসর। আসরের ফাইনালে রয়্যেল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমবারের মতো শিরোপা জয়ী এ দলটিকে ট্রফির স্বাদ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

সদ্য শেষ হওয়া আইপিএলের এবারের আসর নিয়ে সেরা একাদশ তৈরি করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’। একাদশটি আইপিএলের দলগুলোর আদলে ৭জন ভারতীয় ও ৪জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। আর এ তালিকায় জায়গা হয়েছে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের নাম।
চলতি আসরে দুর্দান্ত বল করে মুস্তাফিজ তুলে নিয়েছেন ১৭টি উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারিতে ভারতের ভুবনেশ্বর কুমার (২৩) হলেও, সেরা ইকোনোমিতে (কৃপন বোলিং) ছিলেন টাইগার তারকা। ব্যাটসম্যানদের দাপট থাকলেও তিনি টুর্নামেন্টে রান দিয়েছে মাত্র সাতের নিচে (৬.৯০)।
এবারই প্রথম আইপিএল আসরে খেলতে গিয়েছিলেন মুস্তাফিজ। তবে নিজের প্রথম অ্যাসাইন্টমেন্টেই আলো ছড়িয়েছেন তিনি। টুর্নামেন্ট শেষে তার হাতে উঠেছে সেরা উদীয়মান তারকার খেতাব।
মুস্তাফিজের সঙ্গে সেরা একাদশে অন্য তিনজন বিদেশি ক্রিকেটার হলেন, হায়দ্রাবাদে মুস্তাফিজের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, বেঙ্গালুরুর এবিডি ভিলিয়ার্স ও দিল্লি ডেয়ারডেভিলসের ক্রিস মরিস।
নিচের সেরা একাদশের দেওয়া হলো:
বিরাট কোহলি: ৯৭৩ রান, স্ট্রাইক রেট ১৫২.০৩
ডেভিড ওয়ার্নার: ৮৪৮ রান, স্ট্রাইক রেট ১৫১.৪২
এবিডি ভিলিয়ার্স: ৬৮৭ রান, স্ট্রাইক রেট ১৬৮.৭৯
লোকেশ রাহুল: ৩৯৭ রান, স্ট্রাইক রেট ১৪৬.৪৯, ৫টি ক্যাচ, চারটি স্ট্যাম্পিং
ইউসুফ পাঠান: ৩৬১ রান, স্ট্রাইক রেট ১৪৫.৫৬
ক্রিস মরিস: ১৯৫ রান, স্ট্রাইক রেট ১৭৮.৮৯, ১৩টি উইকেট, ইকোনোমি ৭
ক্রুনাল পান্ডে: ২৩৭ রান, স্ট্রাইক রেট ১৯১.১২, ৬টি উইকেট, ৭.৫৭ ইকোনোমি
ভুবনেশ্বর কুমার: ২৩ উইকেট, ইকোনোমি ৭.৪২
যুভেন্দর চাহাল: ২১ উইকেট, ইকোনোমি ৮.১৫
ধাওয়াল কুলকার্নি: ১৮ উইকেট, ইকোনোমি ৭.৪২
মুস্তাফিজুর রহমান: ১৭ উইকেট, ইকোনোমি ৬.৯০

দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন ——বোরহান উদ্দিন উন্নয়নমূখী পার্বত্য চট্টগ্রাম গড়তে হলে প্রশিক্ষণের প্রকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে —-এ কে এম মকছুদ আহমেদ প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন ——মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031