এমএসএন চায়না পোর্টাল বন্ধ করছে মাইক্রোসফট
আগামী জুনে এমএসএন’র চায়না পোর্টাল বন্ধের পরিকল্পনা করেছে মাইক্রোসফট। আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ওই বার্তায় মাইক্রোসফট জানায়, আগামী ৭ জুন মাইক্রোসফট চীনে তার এমএসএন পোর্টাল বন্ধ করতে যাচ্ছে। যেহেতু চীনের প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেহেতু উইন্ডোজ ১০, ক্লাউড সার্ভিস সেবাসহ আমাদের অন্য সেবাগুলো চালু থাকবে।
মার্কিন এ সফটওয়্যার জায়ান্ট ২০১৪ সালে চীনে ইন্টারনেট মেসেজিং সেবা বন্ধ করে।