খাগড়াছড়িতে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন

॥ নিজস্ব প্রতিবেদক ॥
আজ সকাল (সোমবার) সদর উপজেলা পরিষদ হল রুমে খরিফ-১/২০১৬-১৭ অর্থ বছরের মৌসুমে ফসল উৎপাদনের বৃদ্ধিও লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রাতিক জেলার কৃষি অধিদপ্তরের উদ্দ্যেগে মোট আট উপজেলার ৮০০ কৃষক কৃষানীদের মাঝে আজ সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে(সদরে ১২০জন) কৃষি উপকরণ বিতরনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের  মাঝে কৃষি উপকরণ বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
প্রধান অতিথি বক্তব্য বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে কাজ করার ফলে এ সরকারের আমলে আমাদের দেশটি একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিণত হয়েছে।বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেশের জন্য সঠিক চিন্তা নিয়ে কাজ করলে বাংলাদেশের মানুষ বার বার বর্তমান আওয়ামী লীগকে ভোট দিয়ে আমরা আপনাদের সেবা করতে পারব।বর্তমান সরকার যত বার ক্ষমতা এসেছে বাজেটে কৃষি. শিক্ষা, স্বাস্থ্যকে অগ্রদিকার দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।দেশের অর্থনৈতিক কর্মকান্ডে সচল রাখতে গেলে প্রথম কৃষিকে গুরুত্ব দিয়েছে ,বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে শিক্ষার কোন বিকল্প নাই,আর দেশ পরিচালনা করতে গেলে সুন্দর ও সবল স্বাস্থ্য দরকার আছে।মৌসুমে আউশ আবাদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষে ফেরোমান ফাদ ব্যবহার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ধৈঞ্চচাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার, সেচসহায়তা, ফেরোমান ফাদের পট ও লিওর বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পাজেপ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির জেলা  প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আবুল কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন কৃষক কুমারেশ্বর চাকমা, উজ্জ্বল লাল চাকমা প্রমূখ।
সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা রেটিনা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা, মহিলা ভাইস-চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা প্রমূখ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031