॥ খাগড়াছড়ি সংবাদদাতা ॥ চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক করুনা বিকাশ চাকমাকে গ্রেফতার করেছে দুদক।
সোমবার (১৬ মে) দুপুর সোয়া ১টায় দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সফিকুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে খাগড়াছড়ি অগ্রণী ব্যাংকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের সমন্বিত রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন জানান, করুনা বিকাশ চাকমা খাগড়াছড়ি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের দায়িত্বে থাকাকালে মাটিরাঙা উপজেলার জনৈক ঠিকাদার উদয়ংকরের সঙ্গে যোগসাজশে চেক জালিয়াতির মাধ্যমে দুই লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ঘটনায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সমন্বিত রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ কালাম বাদী হয়ে মাটিরাঙা থানায় মামলাটি দায়ের করেন।
