ঘূর্ণিঝড় মোকাবেলায় বান্দরবানে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে দুর্যোগ প্রস্ততি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।জেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।দুর্যোগ মোকাবেলায় ৮টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সেনাবাহিনী,পুলিশ,দমকল বাহিনী প্রস্তুত রয়েছে। পাহাড়ের পাদদেশ থেকে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ হতে মাইকিং করা হচ্ছে। এদিকে,ঘূর্ণিঝড় রোয়ানোর প্রভাবে বান্দরবানে দমকা হওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর,বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা মেজর মেহেদী, পৌর মেয়র ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন প্রমুখ।