সংবাদদাতা বান্দরবান ঃ ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বান্দরবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচন্ড ঝড়ে সুয়ালক, রেইছা ও চিম্বুক এলাকায় অর্ধশাতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে গেছে। প্রবল বর্ষণে পানির তোড়ে বান্দরবান রোয়াংছড়ি সড়কের খানসামা পাড়া এলাকায় খালের উপর নির্মিত বিকল্প রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল থেকেই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বান্দরবান। এছাড়া জেলার রুমা রোয়াংছড়ি বাঘমারা কোন জায়গাইতেই বিদ্যুৎ নেই। সঞ্চাল লাইনের গাছ ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রয়েছ বান্দরবানে। তবে ঝড়ে কোথাও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে দুর্যোগ মোকাবেলায় বান্দরবানে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৮টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ের পাদদেশ থেকে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ হতে মাইকিং করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে দুর্যোগ প্রস্তুতি বৈঠক অনুষ্টিত হয়েছে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা মেজর মেহেদী, পৌর মেয়র ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন প্রমুখ।