চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান
বিপুল সংখ্যক নিষিদ্ধ জিহাদী বই’সহ গ্রেফতার-৩
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোকতার হোসেন মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব এএএম হুমায়ূন কবির এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি- পশ্চিম) জনাব কীর্তিমান চাকমা, পুলিশ পরিদর্শক জনাব প্রদীপ কুমার দাশ, পিপিএম, পুলিশ পরিদর্শক জনাব রনোজিত রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদীয়া এলাকার হায়দার বিল্ডিং এর ভাড়াঘর হতে আসামী ১) জাহাঙ্গীর মাহমুদ (৩২), পিতা-নাজিম উদ্দীন, সাং-দরবেশকাটা, থানা-চকরিয়া জেলা-কক্সবাজার, ২) মোঃ ইকবাল (২৭), পিতা-সফিউল আজম, সাং-হাসনাবাদ , থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, ৩) হুমায়ূন কবির (২০), পিতা-শাহজাহান, সাং-বিবিভিল্লা, থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- হায়দার বিল্ডিং, মোহাম্মদপুর, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রামদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে আসামীদের হেফাজত হতে বিপুল সংখ্যক নিষিদ্ধ জিহাদী বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা চট্টগ্রামস্থ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত যুদ্ধাপরাধের রায়ে দন্ডিত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযায় অংশগ্রহণ পূর্বক ত্রাস সৃষ্টির মাধ্যমে যানবাহন ভাংচুর সহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় সরাসরি জড়িত ছিল মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ভাবে সমগ্র দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।