চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র প্রফেসর নিছার উদ্দিন আহমদ মঞ্জু বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কাজ নাগরিক সেবা নিশ্চিত করা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের দক্ষ নেতৃত্বে বর্তমানে নগরবাসীর সেবার মান বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন পরিবেশ সম্মত ল্যান্ডফিল্ড তৈরী, নগরীর সার্বক্ষণিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করণের লক্ষ্যে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ, পরিবহনে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। আসন্ন বর্ষা মৌসুমের পূর্বেই নালা-নর্দমাগুলোর ধারন ক্ষমতা বৃদ্ধি করে সহজে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ সুগম করতে হবে। ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেকানিক্যাল বিভাগের সাথে পরিচ্ছন্ন বিভাগের মধ্য সমন্বয়ের ব্যবস্থা করে কাজের গতি বৃদ্ধি করা হবে। তিনি পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ভাল কাজ করলে ভাল কাজের মূল্যায়ন অবশ্যই পাবেন। ভারপ্রাপ্ত মেয়র রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করায় পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। ভারপ্রাপ্ত মেয়র নিছার উদ্দিন আহমদ মঞ্জু যত্রতত্র আবর্জনা এবং খাল ও নালায় আবর্জনা না ফেলে নির্ধারিত ডাষ্টবিন ও কন্টেইনারে আবর্জনা ফেলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা, সুপারভাইজার, দলপতিদের সাথে ২৯ মে ২০১৬ খ্রি. রবিবার বিকেলে সিটি কর্পোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত পরিচ্ছন্ন বিভাগের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র এসব কথা বলেন। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এতে বক্তব্য রাখেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী সহ অন্যরা। সমন্বয় সভায় পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা ভারপ্রাপ্ত মেয়রকে অবহিত করেন।
